• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫

পুরোনো ফার্নিচার নতুন করুন ঘরোয়া উপায়ে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৯, ২০২৩, ০৫:১৫ পিএম
পুরোনো ফার্নিচার নতুন করুন ঘরোয়া উপায়ে

নিত্যদিন ব্যবহার করতে গেলে কাঠের টেবিলে দাগ লেগে যেতেই পারে। সেটি তুলতে গেলে আবার অভিজ্ঞ লোক ডাকা ছাড়া উপায় নেই। তবে এইসব বিষয়ে পারদর্শিরা বলছেন, ঘরোয়া কিছু উপাদান ব্যবহার করেই পুরনো কাঠের আসবাবে নতুনের জেল্লা ফিরিয়ে আনা সম্ভব। চলুন জেনে নিই টিপসগুলো—


মাজন
পুরনো কাঠের টেবিল নতুনের মতো ঝকঝকে করতে চাইলে একটি সুতির শুকনো কাপড়ে বেশ কিছুটা মাজন নিয়ে টেবিলের ওপর ঘষে নিন। যতক্ষণ না দাগ উঠে যায়, ততক্ষণ ঘষতে থাকুন। বৃষ্টির দিনে কাঠের আসবাবের ওপর ধুলো পড়লে মাজনের সঙ্গে বেকিং সোডা মিশিয়েও ব্যবহার করতে পারেন।

পেট্রোলিয়াম জেলি

পুরনো কাঠের আসবাবে নতুনের মতো জেল্লা দিতে পারে পেট্রোলিয়াম জেলি। কাঠের গায়ে কোনো দাগ থাকলে তা উঠে যাবে। আবার পালিশের বদলে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করলে দেখাবে নতুনের মতো।

মেয়োনিজ
বাড়িতে থাকা পুরনো মেয়োনিজ ফেলে না দিয়ে সেটা দিয়ে কাঠের আসবাব চকচকে করে ফেলতে পারেন। কাঠের আসবাবের গায়ে মেয়োনিজ লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন।

বেকিং সোডা

এক টেবিলচামচ বেকিং সোডা আর পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করুন। দাগের ওপর এটা লাগিয়ে নিন। তারপর নরম কাপড়ে মুছে দাগটা তুলে ফেলুন। এইবার একটা ভেজা কাপড়ের ওপর বুলিয়ে নিন। এবার একটা শুকনা কাপড়ে মুছে নিলে ভেজা ভাবটা শুষে নেবেন।

Link copied!