• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

নিয়মিত যত্নে ভালো থাকবে গাড়ির এসি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৬, ২০২৩, ০৪:২১ পিএম
নিয়মিত যত্নে ভালো থাকবে গাড়ির এসি

এই গরমে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ছাড়া থাকা এক মুহূর্তেও থাকা প্রায় অসম্ভব হয়ে উঠছে। বাড়িতে তো বটেই, গাড়িতেও এসি ছাড়া চলছে না। গরমের পাশাপাশি রোদের তেজও কম নয়। পরিস্থিতি ক্রমশ অসহনীয় হয়ে উঠছে। বিশেষ করে তীব্র গরমে গাড়িতে যদি এসি না থাকে, তাহলে সত্যিই মুশকিল। গরমে গাড়ির এসির যত্ন নেওয়া তাই অত্যন্ত জরুরি। চলুন জেনে নিই কীভাবে গাড়ির এসির যত্ন নেবেন—

  • গাড়ির এসির ক্ষেত্রে গ্যাস এবং জ্বালানি আসল। তাই সময় অনুযায়ী সেগুলো বদলে ফেলা জরুরি। তাই অন্তত দু’মাস অন্তর গাড়ির এসির গ্যাস এবং জ্বালানি পরিবর্তন করুন। এর ফলে গাড়ির বাতানুকূল যন্ত্রটির পরিস্থিতি ভালো থাকবে। ঠিক করে কাজও করবে।
  • গরমের সময় গাড়িতে থাকলে এমনিতেই এসি চালানোর প্রয়োজন পড়ে। কিন্তু অনেকদিন ধরে কারও গাড়ি ব্যবহার হচ্ছে না হলেও সপ্তাহে ১০ মিনিটের জন্য হলেও গাড়ির এসি চালিয়ে রাখুন। এর ফলে এসির কম্প্রেসার ঠিক ভাবে কাজ করবে। গ্যাসের প্রেশার ঠিক থাকবে।
  • গাড়ির এসি চালানোর সময় খেয়াল রাখবেন যে, ফ্যানের গতি যেন সর্বোচ্চ থাকে। এর পাশাপাশি এসির তাপমাত্রাও যেন নিচের দিকে থাকে, সেটাও খেয়াল রাখতে হবে। 
  • গাড়ির এসি চালু করার পর সব সময়ই ৫ থেকে ১০ মিনিট ‘ডিফ্রস্ট মোড’-এ রাখলে ভালো হয়। এর ফলে এসির মধ্যে থাকা ময়লা পরিষ্কার হয়ে যায়। নিয়মিত গাড়ির এসি পরিষ্কার রাখা প্রয়োজন। অনেক দিন ধরে গাড়ির এসি বন্ধ থাকলেও এমন হয়।
Link copied!