• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, ৯ শাওয়াল ১৪৪৫

চোখে চোখ রেখে কথা বলা জরুরি কেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৫, ২০২৩, ১১:২৬ এএম
চোখে চোখ রেখে কথা বলা জরুরি কেন

‘চোখ যে মনের কথা বলে’ অথবা ‘প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম সর্বনাশ’ আরও কত কী ছন্দ, লেখনীগাথা হয়েছে চোখ নিয়ে। যেকোনো সম্পর্কের ভিত মজবুত করতে চোখের ভূমিকা অনবদ্য, এমনটিই জানাচ্ছেন মনোবিদরা। দাম্পত্য বা প্রেমের সম্পর্কে বিশ্বাস, মূল্যবোধ, যোগাযোগ সব গড়ে তোলা যায় চোখ দিয়েই। দুটি মানুষের মধ্যে শারীরিক ও মানসিক যোগাযোগ রক্ষা করতেও চোখের অবদান গুরুত্বপূর্ণ। চলুন তবে জেনে নিই, প্রিয়জনের চোখে চোখ রেখে কথা বলা কেন জরুরি।

  • যেকোনো সম্পর্কের প্রথম ভিত্তি হলো যোগাযোগ। অনেক সময় মুখের ভাষা যা বলে উঠতে পারে না, চোখ সেই অনুভূতি ব্যক্ত করতে পারে। যোগাযোগ আরও গভীর আরও নিবিড় হতে পারে দৃষ্টি বিনিময় থেকে।
  • মানুষের চোখে নাকি সত্য বা মিথ্যার ছাপ স্পষ্টই ফুটে ওঠে। তাই প্রিয়জন মিথ্যার আশ্রয় নিচ্ছে কি না, তা যাচাই করতেও তার চোখে চোখ রাখুন। এ ছাড়া চোখে চোখ রেখে কথা বললে সম্পর্কে বিশ্বাসযোগ্যতাও বাড়ে।
  • একান্তে দুজন মনের কথা বলার সময় একজন যদি অপরজনের দিকে না তাকান, তাহলে সম্পর্ক গাঢ় হবে কীভাবে! শুধু ঘনিষ্ঠ মুহূর্ত নয়, সঙ্গীর কথা ধৈর্য ধরে শুনতে গেলেও চোখে চোখ রাখার প্রয়োজন আছে।
  • শারীরিক ও মানসিকভাবে ঘনিষ্ঠ হওয়ার ক্ষেত্রেও চোখের গুরুত্ব রয়েছে। চোখ এমন একটি অঙ্গ, যার মাধ্যমে দুটি ভিন্ন মানুষের ঘনিষ্ঠতা আর গাঢ় হয়ে উঠতে পারে।
  • চোখে চোখ রাখার মাধ্যমেই একে অপরের প্রতি আকর্ষণবোধ করেন মানুষ। দুটি মানুষের আকর্ষণের কেন্দ্রে থাকে চোখ। এমনকি কোনো মানুষের প্রতি আপনার কেমন অনুভূতি, সেটিও বলে দিতে পারে চোখ।
Link copied!