• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

ত্বকের যত্নে পাখির বিষ্ঠা!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১২, ২০২৩, ০৩:১৪ পিএম
ত্বকের যত্নে পাখির বিষ্ঠা!

প্রাকৃতিক উপাদানে রূপচর্চার চল অনেকে পুরোনো হলেও পরবর্তীকালে খাওয়ার জিনিস, যেমন দই থেকে শসা কিংবা মধু থেকে টমেটো এখন রূপচর্চার অন্যতম উপাদান। এমন হাজারটা জিনিসের নাম বলা যায় রূপচর্চার উপকরণ হিসেবে। কিন্তু তাই বলে পাখির বিষ্ঠা মাখতে হবে! তা-ও আবার মুখে? পাখির বিষ্ঠার ফেসপ্যাক নাকি আকাশছোঁয়া দাম, ব্যবহার করেন ধনকুবেররা! পাখির বিষ্ঠা ব্যবহার করা হয় একধরনের ফেসপ্যাক হিসেবে।

এর নেপথ্যে কী

এর নেপথ্যে রয়েছে জাপানি পাখি নাইটিঙ্গেল। এই পাখির বিষ্ঠা দিয়েই বিশেষ ধরনের ফেসপ্যাক তৈরি করা হয়, যা বেশ জনপ্রিয়। যদিও অনেক দামের কারণে সাধারণ মানুষের সাধ্যের অতীত। জাপানি নাইটিঙ্গেল পাখির বিষ্ঠায় তৈরি ফেসপ্যাক ব্যবহার করেন সেলিব্রিটি ও ধনকুবেররা। একবার এই প্যাক ব্যবহারে খরচ পড়ে প্রায় ১৭ হাজার টাকা।

কী আছে পাখির বিষ্ঠায়

গবেষকরা জানিয়েছেন, নাইটিঙ্গেল পাখির বিষ্ঠায় গুয়ানিন নামের একপ্রকার উৎসেচক থাকে। গুয়ানিন চামড়াকে নরম রাখে। এ কারণেই এই প্যাক এরই মধ্যে ব্যবহার করেছেন টম ক্রুজ, ভিক্টোরিয়া বেকহ্যামসহ বহু তারকা।

জাপানে বেড়াতে গেলে, সাধ্য থাকলে আপনিও ব্যবহার করতে পারেন নাইটিঙ্গেল পাখির বিষ্ঠায় তৈরি ফেসপ্যাক।

Link copied!