• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১, ৮ শাওয়াল ১৪৪৫

মা-মেয়ের সম্পর্কে যেসব বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১১, ২০২৩, ০৫:১২ পিএম
মা-মেয়ের সম্পর্কে যেসব বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে

মা-মেয়ের সম্পর্ক অত্যন্ত বিশেষ এবং আলাদাকিছু। মা ও মেয়ে পরস্পরের ভালো বন্ধুও হয়ে থাকেন। তবে বিভিন্ন কারণে সম্পর্কে তিক্ততা আসতে দেখা যায়। অনেক সময় মায়েরা অতিযত্নশীল হয়ে পড়েন এবং সুশিক্ষা দিতে গিয়ে এমন কিছু কথা বলে বসেন, যার ফলে দুজনের সম্পর্কে ফাটল দেখা যায়। তাই এখানে এমন কিছু বিষয় জানানো হল, যা ভুলেও নিজের কন্যা সন্তানকে বলবেন না। চলুন জেনে নিই সেগলো কী—

কী করবেন

  • মেয়েকে সবসময় এটা করো ওটা করো না বলে ওর সমস্যাটা বোঝার চেষ্টা করুন।
  • মায়ের প্রতি অতিরিক্ত ভালোবাসা মানেই কিন্তু বাবাকে অবজ্ঞা করা নয়। এই বিষয়টি মাথা রাখুন।
  • পরস্পরের প্রতি অভিমান জমলে তা দূর করার চেষ্টা করুন।
  • নিজেদের মধ্যে বন্ধুত্ব বজায় রাখুন। এত অনেক সমস্যার সমাধান হয়ে যায়।
  • দিনের যেকোনো সময় একসঙ্গে কাটান এবং নিজেদের মধ্যে গল্পজুড়ে দিন।
  • মাঝেমধ্যে সারপ্রাইজ গিফট করুন।
  • রাগারাগি না করে ভালোবেসে বুঝিয়ে বলুন।
  • সম্পর্কের মধ্যে স্পেস রাখুন।
  • যেসব মেয়েরা একটু ইন্ট্রোভাট হয়, তাদের মায়েদের দায়িত্ব বেড়ে যায়। মেয়ের মনের কথা, চিন্তার ধরণ ইত্যাদি ভালো করে বোঝা এবং সেইমতো বোঝানো উচিত।
  • একে অপরের পুরপূরক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করুন।

যা করবেন না

  • পরস্পরকে অযথা সন্দেহ করবেন না।
  • জোর করে আধিপত্য স্থাপন করবেন না।
  • ক্রমাগত অভিযোগ করবেন না। 
  • কোনো কিছু মেয়ের কাছ থেকে লোকাবেন না। 
  • মেয়ে যদি কিছই না মানতে চায় তাহলে বুঝিয়ে বলুন।
  • সব কথা নির্বিচারে মনে নেবেন না। যুক্তিবুদ্ধি দিয়ে বুঝিয়ে বলুন।
  • একটা বয়সে সব মেয়েই প্রেমে পড়ে। তা নিয়ে অকারণে হট্টগোল বাঁধাবেন না।
  • মেয়ের বিশ্বাস অর্জন করুন। তারপর ওর কাছ থেকে পুরো বিষয়টি জেনে ওকে গাইড করুন।
Link copied!