• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫

কাঁচামরিচ যেভাবে রাখলে নষ্ট হবে না


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৪, ২০২৩, ০৫:২৮ পিএম
কাঁচামরিচ যেভাবে রাখলে নষ্ট হবে না

কাঁচামরিচ একসঙ্গে কিনে রাখলে খুব দ্রুত পচে যায়। তবে কয়েকটি টোটকা মেনে চললে অনেকদিন ভালো রাখতে পারবেন কাঁচামরিচ।  চুলন জেনে নিই টিপস—

  • বাইরে থেকে বাতাস ঢুকতে পারে না এমন কোনো পাত্রে কাঁচামরিচ রাখুন। এতে মরিচ দীর্ঘদিন সতেজ থাকবে।
  • কাঁচামরিচের বোঁটা ছিঁড়ে রাখুন। এতে মরিচ সহজে পচে না। 
  • অ্যালুমিনিয়াম ফয়েলে যে কোনও কিছুই ভালো থাকে। মরিচ দীর্ঘদিন ভালো রাখতে চাইলে অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়িয়ে তুলে রাখুন।
  • মরিচ ভুলেও পলিথিনের ব্যাগে রাখবেন না। এতে দ্রুত পচে যেতে পারে। তাই কৌটোয় ভরে ফ্রিজে তুলে রাখুন। তাতে কিছুদিন হলেও ভালো থাকবে।

 

Link copied!