• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

চুল পাকা রোধ করতে যা করবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২, ২০২৩, ১২:০৮ পিএম
চুল পাকা রোধ করতে যা করবেন

শুরুর দিকে দু’একটা পাকা চুল হলেও চোখের নিমেষে সংখ্যায় এমন হারে বেড়ে চলেছে আর চাপা দিয়ে রাখা যাচ্ছে না। এই সমস্যা থেকে মুক্তি পেতে বেশির ভাগ মানুষই বাজারের রঙের উপর ভরসা করেন। কিন্তু রাসায়নিক নির্ভর এই রং বা কেমিক্যাল চুলের জন্য খুবই ক্ষতিকর। তাই চুলের ক্ষতি বাঁচিয়ে পাকা চুল ঢাকতে পারেন ঘরোয়া উপাদানে। চলুন জেনে নিই—

  • পাকা চুল কালো করার সবচেয়ে ভালো উপায় হলো কালো চা। দুই টেবিল চামচ চা পাতা জলে ফুটিয়ে নিন। এই জল ঠান্ডা করে মাথায় লাগিয়ে রাখুন। এক ঘণ্টা পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। শ্যাম্পু করার প্রয়োজন নেই।
  • চায়ের মতো কফিও পাকা চুলে রং আনতে দারুণ ভাবে কাজ করে। এক টেবিল চামচ কফি পানিতে ফুটিয়ে নিন। ঠান্ডা হলে এই পানি মাথায় মেখে রাখুন। কফি মাখার পর চুলে একটু চিটচিটে ভাব আসতে পারে। অসুবিধা হলে শ্যাম্পু করে নিতে হবে।
  • কম বয়সে চুল পেকে গেলে কারিপাতা সবচেয়ে ভালো উপায়। নারকেল তেলে কারিপাতা ফুটিয়ে নিন। এই তেল ছেঁকে নিয়ে মাথায় মালিশ করুন। জল দিয়ে ধুয়ে ফেলুন। চুল পাকা রোধ করতে দারুণ কাজ করে কারিপাতা।
  • আমলার মধ্যে রয়েছে ভিটামিন সি, যা চুল পাকার সমস্যা রুখতে সাহায্য করে। তিন টেবিল চামচ আমলা পাউডার, তিন টেবিল চামচ হেনা পাউডার ও এক টেবিল চামচ কফি পাউডার মিশিয়ে ঘন করে পেস্ট তৈরি করে নিন। এই পেস্ট চুলে লাগিয়ে রাখুন। দু’ঘণ্টা পর হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। পাকা চুলে রং ধরবে, পুষ্টিও পাবে।
  • আখরোটের মতো দামি জিনিস মাথায় মাখতে ইচ্ছা না করতেই পারে। তবে আখরোটের খোসা ভেজানো পানি মাথায় মেখে রাখলেও চুল কালো হবে। সুফল পেতে গেলে নিয়ম করে ব্যবহার করতে হবে।
Link copied!