• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

নারী নাকি পুরুষ, কার মাথা বেশি গরম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৩, ০৪:০২ পিএম
নারী নাকি পুরুষ, কার মাথা বেশি গরম

আমরা সাধারণত জানি রেগে গেলে মাথা গরম হয়। কিন্তু প্রশ্ন হলো মস্তিষ্কের তাপমাত্রা কি শরীরের তাপমাত্রাকে বৃদ্ধি করতে পারে?

ব্রিটেনের এক গবেষণায় জানা যায়, মানুষের মস্তিষ্কের তাপমাত্রা দিনে বেশ কয়েকবার বাড়ে আবার কমে এবং এটাই স্বাভাবিক। 

মস্তিষ্কের তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস না হওয়াটাই ভালো নয়। সমীক্ষায় জানা যায় শরীরের অন্যান্য অঙ্গের তুলনায় মাথা বেশি গরম হয় ৷ 
দেহের স্বাভাবিক তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলিসিয়াস (৯৮.৬ ফারেনহাইট) ৷ 
যেহেতু একজন সুস্থ মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস, সেক্ষেত্রে মস্তিষ্কের গড় তাপমাত্রা হবে ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস ৷ 
শরীরের চেয়ে ২ ডিগ্রি বেশি উত্তাপ থাকে, মস্তিষ্কের গভীর অংশে তাপমাত্রা থাকতে পারে ৪০ ডিগ্রি পর্যন্ত ৷
এখন প্রশ্ন হল কাদের মস্তিষ্ক বেশি গরম। সমীক্ষায় জানা যায় আসলে পুরুষদের তুলনায় নারীদের মাথা বেশি গরম ৷
পুরুষদের মস্তিষ্কের তাপমাত্রা ৪০ ডিগ্রি, সেক্ষেত্রে নারীর মস্তিষ্কের তাপমাত্রা ৩০.৪০ ডিগ্রি সেলসিয়াস 
নারীদের মস্তিষ্কের তাপমাত্রা পুরুষদের তুলনায় ০.৪ ডিগ্রি সেন্টিগ্রেড বেশি ৷ 
গবেষকরা মনে করেন নারীদের ঋতুচক্রের কারণেই পুরুষদের চেয়ে তাপমাত্রা বেশি, একই সঙ্গে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গেই মাথার তাপমাত্রাও বাড়ে।

Link copied!