• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১, ৮ শাওয়াল ১৪৪৫

এসি ছাড়াই মুহূর্তে ঘর হবে ঠান্ডা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৩, ০৫:৪৭ পিএম
এসি ছাড়াই মুহূর্তে ঘর হবে ঠান্ডা

আজকাল এয়ার কন্ডিশনার ব্যবহারকারীর সংখ্যা অনেক। বাইরে প্রখর রোদের তাপে জনজীবন অস্থির হয়ে উঠেছে। যাদের ঘরে এসি রয়েছে, তারা তো রক্ষা পেল। কিন্তু যাদের নেই তাদের ঘর ঠান্ডা রাখবে এমন একটা উপায় আজ জেনে নিই চলুন—

  • যথাসম্ভব ঘরে গরম হাওয়া প্রবেশ আটকাতে পারলে ঘর ঠান্ডা থাকবে। তার জন্য রোদের সময় জানালা বন্ধ রাখলে ঘর ঠান্ডা থাকবে তবে সেক্ষেত্রে অবশ্যই ঘরে ভেন্টিলেটর থাকতে হবে।  
  • জানালার পর্দা হিসেবে খসখস ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যাবে। বহু পুরনো সময় থেকে খসখস ব্যবহারের প্রচলন রয়েছে। গরম প্রতিরোধ করার জন্য খসখস পানিতে ভিজিয়ে ব্যবহার করতে পারলে আরও ভালো ফল পাওয়া যাবে।
  • প্রয়োজন ছাড়া বেশিক্ষণ গ্যাসের ওভেন জ্বালিয়ে রাখবেন না। এতে গ্যাসের খরচও বাড়ে এবং ঘরও বেশি গরম হয়।
  • ঘরের ভেতর এবং জানালার সামনে কিছু এয়ার পিউরিফায়ার গাছ ব্যবহার করলে ঘর ঠান্ডা থাকবে। গাছ কার্বন ডাই অক্সাইড শুষে নেওয়ার ফলে ঘরের তাপমাত্রা কমবে।
     
  • ঘরের গরম হাওয়া বের করে দেওয়ার জন্য ব্যবহার করতে পারেন একজস্ট ফ্যান। একজস্ট ফ্যান ব্যবহার করলে ঘরের গরম হওয়া বেরিয়ে যাবে। ফলে ঘর ঠান্ডা থাকবে।
  • জানালায় ঝুলিয়ে রাখতে পারেন ভিজে কাপড় বা ভিজে তোয়ালে। তাহলে এই গরমেও ঘরের ভেতর আরামদায়ক অনুভূতি পাবেন।
  • এসি ছাড়া ঘর ঠান্ডা করতে অন্যতম কার্যকরী উপায় একবাটি বরফ। টেবিল ফ্যানের সামনে একবাটি বরফ রেখে দিলে, ঘরজুড়ে ঠান্ডা অনুভূতি পাবেন। বরফ গলে গেলেও, ঘরের ভেতরকার ঠান্ডা অনেকক্ষণ বজায় থাকবে।
  • বলা হয়, সাদা রং সূর্যালোক অনেক বেশি প্রতিফলিত করে ফিরিয়ে দিতে পারে। যে কারণে গ্রীষ্মকালে সাদা রঙের পোশাক বেশি করে ব্যবহার করতে বলা হয়। 
Link copied!