• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫

ডিমের কুসুম চুলে দিলে যা হয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৩, ০৪:০৯ পিএম
ডিমের কুসুম চুলে দিলে যা হয়

রূপচর্চায় চুলের যত্নে ডিম দেওয়ার কথা ভাবেন অনেকেই। কিন্তু সে ক্ষেত্রে অনেকেই চিন্তায় পড়ে যান সাদা অংশ না কুসুম, কোনটা দেবেন। চলুন তাহলে জেনে নিই।

  • রুক্ষ হয়ে যাওয়া চুলে ডিম মাখার কথা মাথায় এলেই মনে হয় ডিমের সাদা অংশ না কুসুম মাথায় দেবেন! ডিম প্রোটিনে সমৃদ্ধ, তবে ডিমের সাদা অংশে রাইবোফ্লাভিন, নিয়াসিন, ম্যাগনেশিয়াম, সোডিয়াম ও পটাশিয়ামের সঙ্গে প্রোটিনের পরিমাণ বেশি থাকে। চুলের বৃদ্ধির জন্য এই সবই অপরিহার্য!

 

  • ডিমের সাদা অংশ ভালো মানে যে কুসুম খারাপ তা কিন্তু নয়। ডিমের কুসুমও প্রোটিন সমৃদ্ধ এবং এ ছাড়া এতে পাবেন বি কমপ্লেক্স ও ফলিক অ্যাসিড; যা চুল বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। তাই উভয় অংশই ভালো, তবে খাদ্যতালিকায় সাদা এবং চুলের প্যাকে কুসুম পছন্দ করা হয়। এটি শুধু একটি পছন্দ, কোনো নিয়ম নয়।

 

  • শ্যাম্পু করার পর কন্ডিশনার হিসেবে ডিমের কুসুম ব্যবহার করতে পারেন। ১০-১৫ মিনিট রেখে হালকা গরম জলে ধুয়ে নিন। তারপর কন্ডিশনার লাগিয়ে নিন চুলে। যদি মনে হয় চুল ধোয়ার পর গন্ধ আসছে তাহলে ডিমের কুসুমের সঙ্গে লেবুর রস মিশিয়ে নিতে পারেন। 
Link copied!