• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

ত্বকের যত্ন নেবে আইক্রিম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১২, ২০২৩, ১১:৪২ এএম
ত্বকের যত্ন নেবে আইক্রিম

চোখ খুবই সংবেদনশীল একটি অংশ। যেকোনো বয়সেই বলিরেখা, ফাইন লাইন, ফুলে যাওয়া, শুষ্কতা, ডার্ক সার্কেল হতে পারে।
চোখের ত্বক অনেক বেশি ভঙ্গুর। তাছাড়া সূর্যের ক্ষতিকর রশ্মি, অবিরাম কাজের ফলে চোখের নিচের অংশে পানি জমে চোখ ফুলে যাওয়া, কালো দাগ হওয়া, বলিরেখাসহ বেশ কিছু সমস্যা দেখা দেয়। তাই আইক্রীম ব্যবহার করা প্রয়োজন।

আই ক্রিম
আই ক্রিম মূলত অন্যান্য ক্রিমের তুলনায় কিছুটা গাঢ় ঘনত্বের হয়ে থাকে। তাই চোখের নিচের পাতলা ত্বকের গভীরে গিয়ে সুরক্ষা দিতে পারে। এ জায়গার ত্বক যেহেতু বেশি শুষ্ক, তাই আই ক্রিমে তেলের পরিমাণও থাকে বেশি, যা অন্যান্য ফেসিয়াল ক্রিমে থাকে না। এ ছাড়া আরও কিছু সক্রিয় উপাদান থাকে, যা চোখের জন্যই বিশেষভাবে প্রয়োজন।

আই ক্রিমে থাকা উপাদান

  • চোখের বলিরেখা ও ফাইন লাইন কমাতে আই ক্রিমে ভিটামিন সি, রেটিনল, পেপটাইডের মতো উপাদান প্রয়োজনীয়।
  • চোখের ত্বকের আর্দ্রতা ঠিক রাখতে প্রয়োজন ।
  • ত্বকের রুক্ষতা কমাতে আই ক্রিম ব্যবহার করা উচিত ।


ব্যবহারের নিয়ম

  • প্রথমেই মুখ হালকা কোনো ক্লিঞ্জার দিয়ে পরিষ্কার করে নিতে হবে।
  • মুখ মুছে পছন্দের টোনার পুরো মুখে স্প্রে করতে হবে।
  • টোনার শুকিয়ে গেলে কয়েক ফোঁটা সিরাম মুখে ব্যবহার করে কয়েক মিনিট হালকা করে ম্যাসাজ করতে হবে। এতে ত্বক আর্দ্র ও নরম হবে।
  • এবার প্রয়োজনমতো আইক্রিম নিয়ে মাঝের আঙুল দিয়ে চোখের ওপরের ও নিচের ত্বকে হালকাভাবে ম্যাসাজ করতে হবে। এ সময় আইল্যাস ব্যবহার করা চলবে না।
  • শেষে মুখে ময়েশ্চারাইজার ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে।

কিছু পরামর্শ

  •  চোখের নিচে বা ওপরে জোড়ে ম্যাসাজ করা যাবে না।
  • চোখের নিচে একটু বেশি পরিমাণ আই ক্রিম ব্যবহার করা উচিত। কারণ, কিছু সময় পর ত্বক প্রয়োজনীয় ক্রিম শুষে নেবে।
  • চোখের ওপরের অংশে আই ক্রিম ব্যবহার না করাই ভালো। চোখের ভেতরে যেন কোনোভাবেই আই ক্রিম প্রবেশ না করে, সেদিকে খেয়াল রাখতে হবে।
Link copied!