• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

পিজ্জা সস তৈরির রেসিপি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৩, ০১:৩৭ পিএম
পিজ্জা সস তৈরির রেসিপি

পিজ্জা নাম শুনলেই জিবে পানি চলে আসে। রেস্টুরেন্ট তো বটেই, অনেকে বাসায়ও তৈরি করে থাকেন পিজ্জা। পিজ্জা তৈরির অন্যতম একটি উপাদান হল পিজ্জা সস। পিজ্জাটা যখন ঘরে তৈরি করছেন, তখন পিজ্জা সসটিও ঘরেই তৈরি করুন। চলুন জেনে নিই সস তৈরির সহজ রেসিপি

‘পিজ্জা সস’ বানাতে যা যা লাগবে

  • ৬টি বড় টমেটো
  • ১ টেবিল চামচ অলিভ অয়েল
  • ১ চা চামচ রসুন কুচি
  • ১/২ কাপ পেঁয়াজ কুচি
  • ১/২ চা চামচ অরিগেনো
  • ১ চা চামচ লাল শুকানো মরিচ
  • ২ টেবিল চামচ টমেটো কেচাপ
  • ১ চা চামচ লাল মরিচ গুঁড়ো
  • লবণ স্বাদমত
  • ১/২ চা চামচ চিনি

‘পিজ্জা সস’যেভাবে বানাবেন

টমেটোগুলো মুখ কেটে পানিতে ২-৩ মিনিট সিদ্ধ করতে দিন। সিদ্ধ হয়ে গেলে টমেটোর খোসা ছাড়িয়ে ফেলুন। এবার সেগুলো ব্লেন্ড করে নিন। এরপর প্যান গরম হয়ে এলে এতে অলিভ অয়েল দিন। অলিভ অয়েল গরম হয়ে এলে রসুন কুচি দিয়ে দিন। রসুন লাল হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে ১-২ মিনিট ভাজুন। তারপর এতে টমেটোর পেস্ট, ওরিগেনো, শুকনো মরিচ, টমেটো কেচাপ, লাল মরিচ গুঁড়ো, লবণ দিয়ে ২-৩ মিনিট রান্না করুন। চিনি দিয়ে মাঝারি আঁচে ১-২ মিনিট রান্না করুন। ঠান্ডা হয়ে গেলে এয়ার টাইট কনটেইনারে সংরক্ষন করুন। পিজ্জা তৈরির সময় ব্যবহার করুন পিজ্জা সস।

Link copied!