• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

বই ভালো রাখার উপায়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৩, ১২:২২ পিএম
বই ভালো রাখার উপায়

বইমেলা শুরু হয়ে গেছে। বইপ্রেমীদের জন্য এটি একটি অত্যন্ত আনন্দের বিষয়। কিন্তু তালিকা ধরে যেসব প্রিয় বইগুলো আপনি সংগ্রহ করছেন, সেগুলো ঠিকমতো যত্নে রাখছেন তো। আপনার ঘরের লাইব্রেরিতে ধুলোবালি, পোকামাকড় অথবা নানা রকম জীবাণুতে নষ্ট করে ফেলছে না তো। আসুন জেনে নিই বুকশেলফে বই যত্নে রাখতে কী কী করবেন, আর কী কী করবেন না।

যা যা করবেন

• লাইব্রেরি রুম ও বুকশেলফের ওপর হালকা আলো ব্যবহার করা ভালো। যাতে লাইটের অতিরিক্ত তাপে বইয়ের রং নষ্ট না হয়ে যায়।

• প্রতিদিন না হলেও সপ্তাহে অন্তত পাঁচ দিন নরম কাপড় দিয়ে শেলফের চারপাশ এবং বইগুলো ভালো করে মুছে নিন।

• বইগুলো এমনভাবে সাজান, যাতে একটি থেকে আরেকটির মাঝখানে হালকা ফাঁকা থাকে। এতে আলো ও বাতাস দুটোই বইকে ভালো রাখবে।

• বইকে দাঁড় করিয়ে বা শুইয়ে রাখুন। এতে বই অতিরিক্ত নাড়াচাড়ার কারণে দুর্বল হয়ে যাবে না।

• বইয়ের কোনো পাতা ভাঁজ করা অবস্থায় থাকলে সেটি খুলে দিন এবং বুকমার্ক ব্যবহার করুন।

• পোকামাকড় থেকে রক্ষা পেতে শুকনো নিমপাতা শেলফের তাকে রেখে দিতে পারেন।

যা যা করবেন না

• অবশ্যই বুকশেলফের বাইরে এলোমেলো স্থানে বই রাখবেন না।

• বইয়ের ওপর অন্য কোনো জিনিস রাখবেন না।

• পড়ার পরে বইয়ের পাতা ভাঁজ করে রাখা যাবে না। এতে বই ছিঁড়ে যেতে পারে।

• বইয়ের আশপাশে খাওয়াদাওয়া থেকে বিরত থাকুন।

• লাইব্রেরি রুমে সূর্যের অতিরিক্ত আলো  যাতে না ঢোকে।

• পড়ার পর গাদাগাদি করে বই রাখবেন না।

Link copied!