• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

সফল হতে চান? যেভাবে নিজেকে যাচাই করবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৮, ২০২২, ০৮:৪৭ পিএম
সফল হতে চান? যেভাবে নিজেকে যাচাই করবেন

জীবনে সফল হতে কে না চায়। আপনিও নিশ্চয়ই ব্যতিক্রম নন। ক্যারিয়ার সচেতন মানুষরা সফল হওয়ার প্রতিযোগিতায় সবসময়ই থাকেন। কীভাবে নিজেকে প্রতিটি ধাপে এগিয়ে রাখা যায় সেই চেষ্টাই করেন। তবে কর্মজীবনে কিছু ভুল সিদ্ধান্তও হয়। তখন আফসোস করতে হয়। হয়তো আরও একবার ভেবে দেখলে কিংবা মনোযোগী হলে এমনটা হতো না-এমন অনেক চিন্তাই ঘুরপাক খায়। জীবনে এমন আফসোস করার আগে নিজেকে যাচাই করুন। কোনও কাজ শুরুর আগে কয়েকটি প্রশ্ন করুন নিজেকে। দেখবেন সফলতা আপনার দ্বারপ্রান্তে পৌছে গেছে।

কোনও কাজ শুরুর আগে নিজেকে যেভাবে যাচাই করবেন তা নিয়ে কিছু পরামর্শ থাকছে এই আয়োজনে_

কেন কাজটি করছেন

কাজ শুরুর আগে ভেবে নিন, কেন কাজটি করতে যাচ্ছেন। কাজটির গুরুত্ব সম্পর্কে পরিষ্কার একটা ধারণা নিয়ে নিন। কাজটি করার মূল উদ্দেশ্য সম্পর্কে পরিস্কার হয়ে যাবেন। তখন কাজটি করতে কোনও দ্বিধা লাগবে না।

কাজের লক্ষ্য কী

কেন কোনও কাজ করছেন, তা পরিস্কারভাবে ঠিক করুন। কাজটি করার পেছনে নিজের লক্ষ্য সম্পর্কেও ধারণা রাখুন। তাহলে কাজের ফলাফল ভালো হবে। কাজটি কতটা জরুরি তারও একটি ধারণা পাবেন। লক্ষ্য পূরণে আরও দৃঢ়ভাবে কাজ করা যাবে।

কখন-কীভাবে শুরু করবেন

যে কাজটি করছেন তা কখন কীভাবে শুরু করবেন তা ধারণায় রাখুন। এতে কাজটিতে আপনার শক্তি আর দুর্বলতার জায়গাগুলো পরিস্কার হবে। সেই অনুযায়ী প্রস্তুতি নিন। ভালো করে  সিদ্ধান্ত নিন। কাজটিতে বিফল হবেন না। কোথা থেকে কীভাবে শুরু করলে কাজের সমন্বয় হবে তার ধারাবাহিকতা ঠিক করুন। সময়ও নির্ধারণ করুন। দেখবেন কাজে দ্রুত সফলতা পাবেন।

বন্ধু ও শত্রুদের শনাক্ত করুন

যেকোনও কাজে বাধা আসবে এটা স্বাভাবিক। কাজ করতে গিয়ে বন্ধুদের সহায়তা যেমন পাবেন, তেমনই শত্রু হয়ে কেউ বাধাও দিতে পারেন। তাই শত্রুদের আগেই চিনে রাখুন। তাদেরকে কাটিয়ে কীভাবে সফলতা পেতে পারেন সেই চেষ্টা করুন। কারা আপনার বন্ধু হচ্ছে, তাদের প্রতিও কৃতজ্ঞ থাকুন।

কাজটি করতে প্রয়োজনীয় জিনিস ঠিক করুন

কাজটি সম্পন্ন করতে কী কী জিনিস প্রয়োজন তাও ঠিক করে নিন। নিজের কাজটাকে পরিমাপ করুন। কাজটি শেষ করতে কতটুকু কী লাগবে তা জেনে নিন। সেই প্রয়োজনীয় জিনিসগুলো হিসেব করুন। সফলতা পাবেন।

লাভ-ক্ষতির হিসাব রাখুন

কাজ করলে সফল কিংবা বিফল হবেন। লাভ কিংবা লোকসান হবে। এটাই স্বাভাবিক। সেই হিসাবটা রাখুন। যা পরের কোনও কাজে আপনাকে সাহায্য করবে। একটি কাজের ভুল থেকে পরের কাজগুলো শুধরে নেওয়া যায়। তাই ভেবে দেখুন যতটা শ্রম দিয়েছেন তার কতটুকু ফেরত পেয়েছেন।

Link copied!