• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, ৯ শাওয়াল ১৪৪৫

শীতে সরষের তেলে ত্বক হবে ঝকঝকে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২২, ০২:৫২ পিএম
শীতে সরষের তেলে ত্বক হবে ঝকঝকে

শীতকালে ত্বকের নানা সমস্যা হয়। খসখসে রুক্ষতা বেড়ে যায়। ফুসকুড়ি উঠতে থাকে। ত্বকের এমন অনেকে সমস্যার সমাধান দিবে সরষের তেল। ত্বক পরিষ্কার ও ঝকঝকে করার পাশাপাশি নমনীয় করতে এই তেলে জুড়ি নেই। সরষের তেলের সঙ্গে কিছু উপকরণ মিশিয়ে নিয়ে নিয়মিত ত্বকে ব্যবহার করুন। দেখবেন শীতের সময়ে ত্বক ঝকঝকে করতে কোনও লোশন কিনতে হবে না। সরষের তেলেই সমাধান পাওয়া যাবে। 

ত্বককে ঝকঝকে করতে সরষের তেল যেভাবে ব্যবহার করা যাবে।

  • শীতে প্রতিদিন গোসলের আগে নিয়মিত সরষের তেল পুরো শরীরে মালিশ করুন। ত্বকের রুক্ষতা কমে যাবে। ত্বক হবে সুন্দর পরিষ্কার ও ঝকঝকে। সরষের তেল প্রাকৃতিকভাবে ত্বককে মশ্চারাইজ করে। 
  • বার্ধক্যের ছাপ পড়ে যাচ্ছে ত্বকে? সরষের তেল নিয়মিত মাখুন। শীতকালে সরষের তেল মেখে নিলে চামড়া কুঁচকাবে না। মুখের বলিরেখাও দূর হবে। প্রতি রাতে ঘুমের আগেও হালকা করে তেল মেখে নিতে পারেন। 
  • শীতের সময় সূর্যের তাপ শরীরকে পুড়িয়ে দেয়। পুরো শরীরে কালো কালো ছোপ দাগ পড়ে। এই সান ট্যান দূর করতে সরষের তেল ব্যবহার করুন। সানস্ক্রিন লোশনের পরিবর্তে সরষের তেল ত্বকের যত্ন নিবে। তবে সরষের তেল মেখে সরাসরি রোদে যাওয়া যাবে না। 
  • শীতের সময় ত্বকের ওপর চুলকানি হয়। যা দূর হবে সরষের তেলে। শীতে আবহাওয়া শুষ্ক থাকে। ত্বকের এই রুক্ষতা থেকে চুলকানি হয়। ত্বকের রুক্ষতা কমাতে তেল ব্যবহার করুন। চুলকানিও কমে যাবে।
  • শীতে ত্বকের মতো চুলও রুক্ষ হয়ে যায়। এই রুক্ষতা কমাতে কাজ করে  সরষের তেল। নিয়মিত চুলে সরষের তেল ম্যাসাজ করুন। চুলে খুশকি সমস্যা কমবে। চুল পড়াও বন্ধ হবে।
Link copied!