• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, ৯ শাওয়াল ১৪৪৫

ঘরেই তৈরি করুন দোকানের জিলাপি


ঝুমকি বসু
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৩, ০৮:০৭ পিএম
ঘরেই তৈরি করুন দোকানের জিলাপি

মিষ্টিপ্রেমীদের কাছে জিভে জল আনা একটি নাম হলো জিলাপি। দোকান থেকে তো কিনে খাওয়াই যায়। কিন্তু তা অস্বাস্থ্যকর হওয়ার ভয় থাকে। তাই সবচেয়ে ভালো হয় যদি বাড়িতেই তৈরি করে খাওয়া যায়।

তৈরি করতে যা লাগবে
ময়দা : আধা কাপ, কর্নফ্লাওয়ার : ১ চা চামচ, বেকিং সোডা : ১/৪ চা চামচ, ভিনেগার : আধা চা চামচ, টক দই : ১ চা চামচ, হলুদ ফুড কালার : সামান্য (ঐচ্ছিক)।

চিনির সিরা তৈরি করতে যা লাগবে
পানি : ১/৪ কাপ, চিনি : ১ কাপ, জাফরান : ১/৪ চা চামচ (ঐচ্ছিক), এলাচের গুঁড়া : ১/৪ চা চামচ।

ভাজার জন্য যা লাগবে
ঘি : ১ টেবিল চামচ, তেল : ভাজার জন্য।

যেভাবে তৈরি করবেন
একটি পাত্রে ময়দা, কর্ন ফ্লাওয়ার ও দই মিশিয়ে নিন। এরপর ভিনেগার ও পরিমাণমতো পানি দিয়ে ডো তৈরি করুন। এরপর তাতে মিশিয়ে দিন বেকিং সোডা। এবার কেচাপের বোতলে ডো ভরে নিন। প্যানে তেল ও ঘি একসঙ্গে গরম করুন। গরম হলে কেচাপের বোতল ঘুরিয়ে ঘুরিয়ে জিলাপির আকৃতিতে প্যানে ডো দিয়ে দিন। অল্প আঁচে ভেজে তুলুন। সিরার সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ফুটিয়ে নিন। এরপর কুসুম গরম থাকা অবস্থায় তাতে ভাজা জিলাপি দিয়ে আধা মিনিট পর তুলে নিন। এবার পরিবেশন করুন।

Link copied!