• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

চোখের সুরক্ষায় বাড়িতে বানিয়ে নিন কাজল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২২, ০২:০৭ পিএম
চোখের সুরক্ষায় বাড়িতে বানিয়ে নিন কাজল

চোখকে সুন্দর করার জন্য ভ্রু, আইশ্যাডো, আইলাইনার এবং মাস্কারা সবই গুরুত্বপূর্ণ। সবকিছুর মধ্যে চোখকে আরও সুন্দর দেখাতে লাগানো হয় কাজল। বাজারের কেনা কাজল না ব্যবহার করে ঘরেই তৈরি করে নিতে পারেন। কারণ ভালো কাজল ব্যবহার না করলে চোখে বিভিন্ন সমস্যা হতে পারে। চোখ চুলকাতে কিংবা লাল হয়ে যেতে পারে। তাই সেরা ফলাফল পেতে ঘরেই নিজের কাজল তৈরি করুন। যা অনেক বেশি নিরাপদ হবে এবং দেখতে ঠিক ততটাই ভালো হবে।

বাড়িতে কাজল তৈরি করতে যা যা লাগবে 

  • নারকেল তেল (১ চামচ)
  • শিয়া মাখন (১ চামচ)
  • বি ওয়াক্স (১.৫ চামচ)
  • অ্যালোভেরা জেল (৪ চামচ)
  • অ্যাকটিভেটেড চারকোল ক্যাপসুল (১ বা ২ চামচ)।

 

বাড়িতে কাজল তৈরি করতে প্রথমে একটি ছোট পাত্রে নারকেল তেল নিন। এতে শিয়া বাটার, বি ওয়াশ এবং অ্যালোভেরা জেল একসঙ্গে মেশান। চুলায় কম আঁচে বসান। মিশ্রণটি সম্পূর্ণ গলে গেলে একটি পাত্রে তুলে নিন। এবার এতে অ্যাক্টিভেটেড চারকোল ক্যাপসুল যোগ করুন। ভালভাবে নাড়ুন এটি ঠান্ডা না হওয়া পর্যন্ত। এবার একটি প্লাস্টিকের ব্যাগে ভরে এই মিশ্রণটি ভরে নিন। এটি  মাস্কারা টিউবে ঢেলে দিন। সেখান থেকে মাস্কারা ব্যবহার করতে পারেন।

ঘরে তৈরি এই কাজল চোখের কোনও ক্ষতি করবে না। চোখকে সুস্থ রাখতে ঘরে তৈরি এই কাজল লাগাতে পারেন।  চোখে জ্বালাভাবও হবে না। 

মনে রাখবেন, চোখ থেকে কাজল মুছে নেওয়ার পর ময়শ্চারাইজ হিসাবে ভ্যাসলিন লাগাতে পারেন। তবে আপনার চোখে যেকোনো পণ্য ব্যবহার করার আগে, আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন।

Link copied!