• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

রূপার গয়না কালো হয়ে যাচ্ছে?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২২, ০৯:২০ পিএম
রূপার গয়না কালো হয়ে যাচ্ছে?

গয়না পড়তে কেনা পছন্দ করে। কারও সোনার গয়না পড়ার শখ থাকে। কারও আবার শখ হয় রূপার গয়নায়। পোশাকের সঙ্গে মানানসই গয়না ব্যক্তিত্বও ফুটিয়ে তোলে। সাধের রূপার গয়না প্রতিদিন পরে থাকছেন কিংবা আলমারিতে দীর্ঘ সময় ধরে পড়ে আছে। দেখবেন, কেমন কালচে হয়ে গেছে। রূপার আসল চাকচিক্যতা কমে গেছে। গয়না ছাড়াও বাড়িতে অন্য জিনিসপত্র থাকলেও একই হাল হয়। খুব অল্প সময়ের মধ্যেই এগুলো কালো হয়ে যায়। দেখতেও খুব বাজে দেখায়। কয়েকটি উপায় রূপার গয়নার চাকচিক্য ফিরিয়ে আনতে পারেন। চলুন দেখে নেই সেই পদ্ধতিগুলো। 

  • গরম পানিতে লবণ ও পাতিলেবুর রস মেশান। এই মিশ্রণে রুপোর গয়না ভিজিয়ে রাখুন। ৫ মিনিট পর পানি থেকে তুলে নরম পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন। 
  • টমেটো কেচাপ দিয়েও পরিস্কার হবে রূপার গয়না। পেপার টাওয়েলে অল্প পরিমাণ কেচাপ নিন। কালো হওয়া রূপার গয়নাতে ঘষে নিন। ১৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। কালচে ভাব দূর হবে।
  • হালকা গরম পানিতে ২ টেবিল চামচ বেকিং সোডা ও আধা কাপ সাদা ভিনেগার মিশিয়ে নিতে পারেন। দুই থেকে তিন ঘণ্টা রুপার এই গয়না ভিজিয়ে রাখুন। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। 
  • ডিটারজেন্ট দিয়েও রূপার গয়না পরিষ্কার হবে। হালকা গরম পানিতে কিছুটা ডিটারজেন্ট মিশিয়ে নিন। ১০ মিনিট সেখানে রূপার গয়না ভিজিয়ে রাখুন। গয়না চকচকে হবে।
  • কন্ডিশনার দিয়েও পরিষ্কার হবে রূপার গয়না। কন্ডিশনার রূপার গয়নায় দিয়ে ১০ মিনিট ঘষুন। এরপর পানি দিয়ে ধুয়ে নিন। গয়নায় কালচে ভাব চলে যাবে।
  • আলু সিদ্ধ পানি দিয়েও রূপার গয়না পরিষ্কার করে নিতে পারেন। আলু সিদ্ধ করা পানি ঠান্ডা করে এতে রূপার গয়না ভিজিয়ে রাখুন। ৩০ মিনিট পর তুলে খালি পানি দিয়ে ধুয়ে নিন। দেখবেন চকচক করবে সাধের গয়নাগুলো।
Link copied!