• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫

নখ কতটা বিষাক্ত?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২২, ০৯:৪৮ পিএম
নখ কতটা বিষাক্ত?

ছোটবেলা থেকেই মুরব্বিরা শিখিয়েছেন, খাওয়ার আগে হাত ভালোভাবে ধুতে হবে। ডাক্তাররাও একই পরামর্শ দেন। তাদেরও পরামর্শ, হাত ভালো করে ধুয়েই খাওয়া উচিত। কেন জানেন? হাতের ময়লা পরিষ্কার করতে তো বটেই, সেই সঙ্গে নখের নীচে জমে থাকা বিষগুলোকেও ধুয়ে পরিষ্কার করে নিতে হয়। নয়তো সেই বিষাক্ততা শরীরে ছড়িয়ে পড়ে মারাত্মক রোগ হতে পারে।

সৌন্দর্যের জন্য আমরা হাতের নখ বড় করি। নেলপালিশ লাগাই, ম্যানিকিওর করি। কতকিছু করা হয় নখকে আকর্ষণীয় করতে। কিন্তু সেই নখের নীচেই লুকিয়ে থাকে বিষ। বিশেষজ্ঞরাই এই তথ্য জানিয়েছেন। নখের নীচে বিষ জমে থাকে। যা মানবদেহের জন্য ক্ষতিকর। তাই ভালোভাবে হাত ধোয়ার বিকল্প নেই। চলুন জেনে নেই নখের নীচে কতটা বিষ জমে থাকে।

  • নখের নীচে ময়লা জমে থাকে। যা থেকে জীবাণু ছড়ায়। এই জীবাণু পিনওয়ার্মের মতো সংক্রমণ ছড়ায়।
  • নখের নীচের মাংসল অংশ রয়েছে। একে সাবআংগুয়াল রিজিয়ন বলা হয়। এই সাবআংগুয়াল রিজিয়নে শতাধিক ব্যাকটেরিয়ার জন্ম হয়।
  • ফ্যাশনে এখন কৃত্রিম নখের ব্যবহার বেড়েছে। যারা কৃত্রিম নখ লাগান। তাদের ফিংগারপ্রিন্টে বেশি ব্যাকটেরিয়া পাওয়া যায় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের পরামর্শ, কৃত্রিম নখ না রেখে নিজের নখকেই পরিষ্কার করে রাখুন। তবে তা বেশি বড় না করাই ভালো।
Link copied!