• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১, ৬ শাওয়াল ১৪৪৫

পকেটে টাকা থাকছে না? মিতব্যয়ী হবেন যে কৌশলে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২২, ০৩:৪৬ পিএম
পকেটে টাকা থাকছে না? মিতব্যয়ী হবেন যে কৌশলে

কোনওভাবেই টাকা সঞ্চয় করতে পারছেন না? বেতন পকেটে ঢুকলেই খরচ যে কীভাবে হয়, সেই হদিসও পাওয়া যায় না। বর্তমান সময়ে সবকিছুর দাম যেভাবে বেড়েছ, খরচের লাগাম টানা সত্যিই কষ্টকর। তবুও ব্য়য় তো আয় অনুযায়ীই করতে হবে। আয়-ব্যয়ের হিসাব ঠিক রেখে অর্থ সঞ্চয়ের কৌশলটাও শিখতে হবে। বিশেষ করে স্বল্প আয়ের মানুষরা যেন ব্যয় সামলাতে হিমশিম না খান, তাই এখনই কিছু কৌশলে হতে হবে মিত্যবয়ী। 

৩১ অক্টোবর, সারা বিশ্বে মিতব্যয়িতা দিবস পালিত হচ্ছে। দিবসটি বিশ্ব সঞ্চয় দিবস নামেও পরিচিত। এই দিনে সঞ্চয় করার গুরুত্ব জানানো হয় বিশ্বজুড়ে। তাই নিজেকে মিতব্যয়ীদের তালিকায় যুক্ত করার যাত্রাটা শুরু করুন আজ থেকেই। চলুন দেখে নেই কী কী কৌশলে আপনি মিতব্যয়ী হতে পারবেন_

বিকল্প খুঁজুন

প্রয়োজনীয় কোনও কিছু যদি ব্যয়বহুল হয়, তবে সাশ্রয়ী বিকল্প পথ খুঁজুন। খাওয়া-দাওয়া, ঘোরা-ফেরা, কেনাকাটাসহ সংসারের অন্যান্য খরচের ক্ষেত্রে কীভাবে সাশ্রয়ী হওয়া যায় তা খেয়াল রাখুন। যেমন দুপুরে ভরপেটে দামি খাবার খেলেন তো রাতে হালকা খাবারেই পার করে দিলেন। ব্র্যান্ডের পোশাকের দাম বেশি হয়। তাই স্বল্প খরচেই কীভাবে রুচিশীল পোশাক কেনা যায় তা দেখুন। এভাবেই  সবকিছুই ঠিক করুন সাধ্য অনুযায়ী। 

ডিজিটাল ডিভাইসে নির্ভরশীলতা কমান

ঘরের বিদ্যুত সাশ্রয় করুন। খরচ অনেকটাই কমে যাবে। অবসরে টিভি না দেখে বাইরের পরিবেশ দেখেও সময় কাটান। সাশ্রয়ী হতে ডিজিটাল ডিভাইসের ওপর নির্ভরশীলতা কমিয়ে নিন। বিদ্যুতের খরচ কমে আসবে। সারাক্ষণ শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র না চালিয়ে জানালা খুলে প্রাকৃতিক বাতাস নিন। বই পড়ার অভ্যাস করুন। অবসর সময় কেটে যাবে। 

গ্রাহক হতে পারেন

কেনাকাটায় সাশ্রয়ী হতে বিভিন্ন গ্রোসারি শপে বা শপিং মলের দোকানের গ্রাহক হতে পারেন। গ্রাহকদের জন্য বিভিন্ন অফার থাকে। অফার পেলেই পন্য ক্রয় করে রাখুন। প্রয়োজনীয় জিনিসের বাইরে কিছু কিনবেন না। এতে খরচ বাড়বে। যখন যা প্রয়োজন তাই কিনুন। এক্ষেত্রে মূল্য ছাড়ের সুবিধা নিতে পারেন। 

অনলাইনে কেনাকাটা করুন

সবকিছুই এখন অনলাইনে পাওয়া যায়। অনলাইন থেকে কেনাকাটার অভ্যাস করুন। এতে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে। গাড়ি ভাড়া অনেকটাই বেঁচে যাবে। আবার কয়েক দোকান দেখে কেনারও সুযোগ থাকে। এছাড়াও অনলাইনে বিভিন্ন প্রতিষ্ঠান মূল্যছাড় বা অফার দেয়। যা দেখে প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিতে পারেন। খরচ অনেকটাই বাঁচবে।

ডিজিটাল পেমেন্ট

পন্য কেনার সময় ক্যাশ পেমেন্টের পরিবর্তে ডিজিটাল পেমেন্ট করুন। বিভিন্ন শপিং মলে ডিজিটাল পেমেন্টের উপর বিশেষ ছাড় থাকে। সেই সুযোগে কেনাকাটা করে নিন। ক্যাশব্যাক অফারও থাকে অনেকসময়। ডিজিটাল পেমেন্টে  গ্রাহকদের অনলাইন কেনাকাটায় উৎসাহিত করতে বিশেষ সুবিধা দিয়ে থাকে সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। যা আপনার খরচ অনেকটাই কমিয়ে দিবে। 

Link copied!