• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫

সোনা কিনুন যাচাই করে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২২, ০১:৩১ পিএম
সোনা কিনুন যাচাই করে

বিয়ের মৌসুম শুরু হচ্ছে। শীতের আগমনের সঙ্গে বিয়ের সানাইও বাজে। চারপাশে শুরু হয় বিয়ের আমেজ। বিয়ের কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েন স্বজনরাও। পোশাক আর গহনা কেনার ধুম পড়ে এই সময়। বিশেষ করে কনের জন্যে সোনার গহনা তো কিনতেই হয়। তাই এই সময় ব্যস্ত সময় পার করেন সোনার দোকানিরাও। 

বাড়িতে বিয়ে লাগছে। শপিংয়ে এখন টানা ব্যস্ত থাকতে হচ্ছে। হুড়োহুড়িতে কিন্তু কেনাকাটায় গলদ বাধালে চলবে না। বিশেষ করে সোনার গহনা কেনার ক্ষেত্রে যাচাই বাছাই তো করতেই হবে। তাই সোনা কেনার আগে কিছু ধারণা তো থাকতেই হয়। খাটি সোনা কেনার জন্য টুকটাক কিছু ধারণা নিয়ে তবেই নেমে পরুন শপিংয়ে। 

  • সোনা কেনার আগে মনে রাখবেন, ক্যারাটের উপরই এটি কতটা খাঁটি তা নির্ভর করে। সাধারণত ২৪ ক্যারাট সোনা খাঁটি হয়। ২৪ ক্যারাটের সোনার ৯৯.৯ শতাংশ খাঁটি থাকে। তাই চেষ্টা করবেন গহনা বানাতে ২৪ ক্যারাটের সোনা ব্যবহার করতে।
  • অধিকাংশ দোকানে সাধারণত ২২ ক্যারাটের সোনা থাকে। ২২ ক্যারাটের স্বর্ণের অলঙ্কার বানানো হয়। এই সোনা ৯১.৬ শতাংশ খাঁটি হয়। 
  • ২১ ক্যারাটের সোনা ৮৭ শতাংশ খাঁটি হয়। এটি দিয়েও গহনা বানানো যায়। অন্যদিকে ১৮ ক্যারেট ৭৫ শতাংশ খাঁটি হয়। গহনা বানানোর ক্ষেত্রে ১৮ ক্যারাট ব্যবহার না করাই ভালো। 
  • সোনার কেনার আগে স্পেকট্রোমিটার মেশিনে মেপে নেওয়া ভালো। এতে সোনায় খাদ থাকলে সহজেই বোঝা যায়। কত ক্যারাটের সোনায় গহনা বানানো হয়েছে তা এই মেশিনে সহজেই বোঝা যায়। তাই স্পেকট্রোমিটার মেশিনে মেপে সোনা কিনুন। 
  • সোনার গহনার গায়ে হলমার্ক থাকে। সেখানে সোনার ক্যারাট লেখা থাকে। কেনার আগে তা দেখে নিন।
  • জড়োয়া গহনা বানানো হলে দোকানিরা বিশেষ ছাড় দিবে। সেই বিষয়ে জেনে নিন। যে দোকানে ভালো অফার পাবেন সেখান থেকে যাচাই করে সোনা কিনতে পারেন।
  • দোকানিরা ‘মেকিং চার্জ’-এর উপরও বাড়তি ছাড় দেবে। সোনা কেনার আগে তা অবশ্যই জেনে নিন।
  • সোনার গহনায় পাথর বা মীনা করা কাজ থাকে। এগুলো সোনার ওজনকে বাড়িয়ে দিতে পারে। তাই পাথর ছাড়াই গহনা বানিয়ে নিতে পারেন। সলিড সোনা পাওয়া যাবে। দামও নাগালে থাকবে। 
Link copied!