বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (প্রকৌশল-পুর) পদে ১৯ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। আবেদনকারীদের মধ্য থেকে লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তাদেরকে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (প্রকৌশল-পুর) পদে নিয়োগের লক্ষ্যে ২০২০ সালের ১০ ডিসেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরে প্রার্থীদের মধ্য থেকে লিখিত ও মৌখিক পরীক্ষায় যাচাই বাছাই শেষে ১৯ জনকে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়।
নির্বাচিতদের রোল নম্বর: ২০৩১৫৩, ২০১৮৭৮, ২০১১২৮, ২০২৪০৩, ২০০০১২, ২০২১৮৬, ২০২১২৫, ২০২১১৭, ২০০৫০২, ২০১৭৭৭, ২০৩১৬৭, ২০১২০৭, ২০৩২৪২, ২০১২৪০, ২০১৬৪৬, ২০২৮৬০, ২০০৯৪৫, ২০০৬১১ ও ২০০৭৭৯।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্বাচিতদের চরিত্র ও প্রাক্–পরিচয় সম্পর্কিত বাংলাদেশ পুলিশের সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশনের পর ও অন্যান্য কাগজপত্র যাচাই-বাছাই শেষে নিয়োগসংক্রান্ত পরের কার্যক্রম গ্রহণ করা হবে।