• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

নিয়োগ দেবে টেক্সটাইল বিশ্ববিদ্যালয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২২, ১০:১৬ এএম
নিয়োগ দেবে টেক্সটাইল বিশ্ববিদ্যালয়

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। নয়টি ভিন্ন পদে মোট ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা ২০ ফেব্রুয়ারি পর্যন্ত যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়।

পদের নাম

সহকারী রেজিস্ট্রার (একাডেমিক), টেকনিক্যাল অফিসার, সহকারী টেকনিক্যাল অফিসার (ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, ডাইজ অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ও রসায়ন বিভাগ, রসায়ন বিভাগ, পদার্থবিজ্ঞান বিভাগ), সহকারী অ্যাকাউন্টস অফিসার, ক্রাফট ইনস্ট্রাক্টর।

শিক্ষাগত যোগ্যতা

বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ অনুসারে যোগ্যতা পূরণ সাপেক্ষে প্রার্থীরা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। কিছু কিছু পদে আবেদনের জন্য কয়েক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন

বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বিভিন্ন গ্রেডে বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধাদি দেওয়া হবে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস বা এই ( https://www.butex.edu.bd/) থেকে জীবনবৃত্তান্তের ছক সংগ্রহ করে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি সংযুক্ত করে নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে-

ঠিকানা : রেজিস্ট্রার, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, তেজগাঁও, ঢাকা-১২০৮।

শর্ত

নিয়োগ পাওয়ার পর নিজ কিংবা পরিবারের কোনো সদস্যের জন্য যৌতুক নেবেন না এবং দেবেন না মর্মে অঙ্গীকারনামা প্রদান করতে হবে।

আবেদনের শেষ সময়

২০ ফেব্রুয়ারি, ২০২২।

সূত্র: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট।

 

Link copied!