গণযোগাযোগ অধিদপ্তরের ১০ ক্যাটাগরির পদের লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২০ নভেম্বর শুরু হয়ে ২৬ নভেম্বর পর্যন্ত চলবে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণযোগাযোগ অধিদপ্তরের ১০ ক্যাটাগরির পদের লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২০ নভেম্বর সোমবার থেকে নির্ধারিত সময়ে গণযোগাযোগ অধিদপ্তরে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষা চলবে ২৬ নভেম্বর পর্যন্ত।
যেসব পদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে, সেগুলো হলো, সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, সাউন্ড মেকানিক, ড্রাইভার, এম. এল. সারেং, এম. এল. ড্রাইভার, ডায়নামো মেকানিক, ঊর্ধ্বতন কণ্ঠশিল্পী, ফ্লুট প্লেয়ার ও সহকারী সাইন অপারেটর।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপি, অভিজ্ঞতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্র, চাকরিরত প্রার্থীর ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিল স্বাক্ষরিত মূল ছাড়পত্রের কপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্র ও অনলাইনে পূরণ করা আবেদন ফরম মৌখিক পরীক্ষার সময় আনতে হবে। অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না।
এতিম, প্রতিবন্ধী, ক্ষুদ্রজাতিগোষ্ঠী, আনসার ও ভিডিপি কোটাধারী প্রার্থীদের মূল সনদ দেখাতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রের অতিরিক্ত এক সেট সত্যায়িত কাগজ পরীক্ষার আগে মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে।
অবশিষ্ট ৫ ক্যাটাগরির পদের পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
গণযোগাযোগ অধিদপ্তরের মৌখিক পরীক্ষার সূচি জানতে এই লিংকে ক্লিক করুন।