• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

পিজিসিবির স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৩, ০১:৫৪ পিএম
পিজিসিবির স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) কারিগরি সহায়ক পদে লোকবল নিয়োগের ৫, ৬, ৮, ৯ এবং ১২ নভেম্বরের স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। 
রোববার (১২ নভেম্বর) পিজিসিবির মহাব্যবস্থাপক (পি অ্যান্ড এ) রূপক মোহাম্মদ নাসরুল্লাহ জায়েদীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনবল নিয়োগের লক্ষ্যে ব্যবহারিক পরীক্ষা ফিল্ড টেস্ট, শারীরিক যোগ্যতা ও অভিজ্ঞতা এবং সাক্ষাৎকার গ্রহণের জন্য গত ৫, ৬, ৮, ৯ এবং ১২ নভেম্বরের স্থগিত হওয়া পরীক্ষা আগামী ১৪, ১৭ এবং ১৮ নভেম্বর পিজিসিবির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এতে আরও বলা হয়, প্রার্থীদের নির্ধারিত তারিখে পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে পরীক্ষার জন্য নির্ধারিত স্থানে রিপোর্ট করতে হবে। এছাড়াও গত ১৩ সেপ্টেম্বর জারিকৃত বিজ্ঞপ্তির অন্যান্য পরীক্ষাসূচি ও শর্তাবলী ও নির্দেশনা বলবৎ থাকবে।

Link copied!