• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

বিজেএসসির অধীন সহকারী জজ পদে ৯৭ জন নিয়োগ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৩, ০১:৩৬ পিএম
বিজেএসসির অধীন সহকারী জজ পদে ৯৭ জন নিয়োগ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) অধীন সহকারী জজ হিসেবে ৯৭ জনকে নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। মঙ্গলবার (১৪ নভেম্বর ) আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ৩০ এপ্রিলের সুপারিশের পরিপ্রেক্ষিতে মনোনীত প্রার্থীদের অস্থায়ী ভিত্তিতে নিয়োগ ও পদায়ন করা হলো। নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীদের ১৯ নভেম্বরের মধ্যে যোগদান করতে হবে। কোনো প্রার্থী যদি নির্ধারিত তারিখের মধ্যে চাকরিতে যোগদান না করেন, তাহলে তাঁর নিয়োগ বাতিল হবে।

নিয়োগপত্র অনুসারে, যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য শিক্ষানবিশ হিসেবে থাকবেন। তবে স্থায়ীকরণের পূর্বে উক্ত মেয়াদ এক বা একাধিকবার অতিরিক্ত ২ বছর পর্যন্ত করা যাবে।

চাকরিতে যোগদানের সময় যোগদানপত্রের সঙ্গে ৩০০ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর করতে হবে যে নিজের বা পরিবারের সদস্যদের জন্য কোনো যৌতুক নেবেন না বা দেবেন না।

পঞ্চদশ বিজেএসের মাধ্যমে সহকারী জজ নিয়োগের জন্য গত বছরের ১২ মে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে  ১০৩ প্রার্থীকে সহকারী জজ পদে সাময়িকভাবে সুপারিশ করা হয়। এর মধ্যে ৯৭ জনের নামে মঙ্গলবারে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Link copied!