• ঢাকা
  • শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক ১৪৩২, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

বাণিজ্যিক প্রতিষ্ঠানে চাকরির সুযোগ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১, ২০২২, ০৯:৩৮ এএম
বাণিজ্যিক প্রতিষ্ঠানে চাকরির সুযোগ

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান ‌‘ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেড’। প্রতিষ্ঠানটি তাদের ট্রেজারি বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা ৮ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম
বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান ‌‘ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেড’।

পদের নাম 
ম্যানেজার/ সিনিয়র ম্যানেজার।

পদের সংখ্যা 
উল্লেখ নেই।

শিক্ষাগত যোগ্যতা 
স্নাতক ও স্নাতকোত্তর পাস।

অভিজ্ঞতা
কমপক্ষে ৬ বছর।

দক্ষতা
প্রফেশনাল সার্টিফিকেট কোর্স সম্পন্ন হলে অগ্রাধিকার দেওয়া হবে। ট্রেজারি, ফান্ড ম্যানেজমেন্ট ও ক্রেডিট লাইন সংক্রান্ত কোনো প্রশিক্ষণ গ্রহণ করা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। এছাড়াও বিজনেস প্লানিং, ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস, ফরকাস্টিং ও ট্রেজারি ফাংশন সংশ্লিষ্ট কাজে দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

প্রার্থীর বয়সসীমা 
২৮-৩৫ বছর।

বেতন ও সুযোগ সুবিধা 
বেতন আলোচনা সাপেক্ষে। এছাড়াও টিএ, মোবাইল বিল, ট্যুর অ্যালায়েন্স, মেডিকেল অ্যালায়েন্স, পারফরমেন্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক দুইদিন ছুটি, বার্ষিক সেলারি ইনক্রিমেন্ট প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া 
আগ্রহীরা বিডিজবসের অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়
৮ অক্টোবর, ২০২২।

Link copied!