• ঢাকা
  • সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২২, ০৯:৩৭ এএম
হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ

হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির অফিস সহায়কের ২৫৫টি শূন্য পদে জনবল নিয়োগের এমসিকিউ পরীক্ষার সময়সূচি, কেন্দ্র ও আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুসারে, রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ৭ অক্টোবর বেলা তিনটা থেকে বিকেল চারটা পাঁচ মিনিট পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কেন্দ্রের নাম ও আসনবিন্যাস হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, পরীক্ষার প্রবেশপত্র টেলিটকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করার জন্য প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

Link copied!