• ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

বার কাউন্সিলের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৮, ২০২২, ১০:১৮ এএম
বার কাউন্সিলের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে। রোববার (৭ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৭ সেপ্টেম্বর, ২০২২ তারিখে বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ বার কাউন্সিলের ভারপ্রাপ্ত সচিব মো আফজাল উর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৭ জুন ২০২২ তারিখে অনুষ্ঠিত এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আগামী ১৭ সেপ্টেম্বর, ২০২২ তারিখের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

এছাড়াও বার কাউন্সিলের নিয়ম অনুসারে গত ২৮ ফেব্রুয়ারি ২০২০ তারিখে অনুষ্ঠিত এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থীরাও আসন্ন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

১৭ জুন ২০২২ তারিখে অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১০,২৫৭ জন পরীক্ষার্থী।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

Link copied!