পশ্চিমবঙ্গের রামপুরহাটের বগটুইয়ে নৃশংস অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন ২৪ ঘণ্টার মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বুধবার রাজ্য সরকারকে এ নির্দেশ দেওয়া হয়।
একইসঙ্গে হাইকোর্ট পুরো এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানোর ও নির্দেশনা দিয়েছে। সাক্ষী ও গ্রামবাসীদের নিরাপত্তার বন্দোবস্ত করতে বলা হয়েছে রাজ্য সরকারকে।
এছাড়া ঘটনাস্থল থেকে কেন্দ্রীয় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির কর্মকর্তাদের নমুনা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। হিন্দুস্তান টাইমসের খবরে এমন তথ্য পাওয়া গেছে।
বগটুইয়ের ঘটনা মঙ্গলবার একাধিক মামলা দায়ের হয়। বুধবার মামলার শুনানিতে এসব নির্দেশ দেন আদালত।
হিন্দুস্তান টাইমস জানায়, সোমবার রাতে রামপুরহাট তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ খুন হন। এরপর ওই গ্রামে তাণ্ডব চালায় দুষ্কৃতকারীরা। একাধিক বাড়িতে আগুন দেয় তারা। এছাড়া সারা রাত ধরে এলাকায় বোমা ফাটানো হয়।
ইতিমধ্যে এ ঘটনায় তদন্ত শুরু করেছে তিন সদস্যের তদন্তকারী দল।
প্রত্যক্ষদর্শী আর গ্রামবাসীদের বক্তব্যে বেরিয়ে আসছে ঘটনার বিস্তারিত তথ্য। অনেকেই দাবি করছেন, মৃত তৃণমূল নেতা ভাদু শেখের অনুগামীরা তার হত্যাকাণ্ডের পর গ্রামে আগুন দিয়েছে। আর মৃতের স্বজনেরা দাবি করছেন, প্রথমে ৮ গ্রামবাসীকে হত্যা করা হয়। পরে ডিজেল ঢেলে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতকারীরা। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে এসব তথ্য জানা গেছে।