প্রথমবারের মত ১০০ ট্রিলিয়নের ডলারের অংক ছাড়ারতে যাচ্ছে বিশ্ব অর্থনীতি। যুক্তরাজ্যের এক জরিপের বরাতে এমন খবর দিয়েছে রয়টার্স।
খবরে বলা হয়, ২০২২ সালে বিশ্বের অর্থনৈতিক কর্মকাণ্ড ১ ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে। অর্থনৈতিক প্রবৃদ্ধির শীর্ষে থাকবে যুক্তরাষ্ট্র ও চীন। তবে আগামী বছর প্রবৃদ্ধিতে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে পারবে না চীন – এমনটাই মনে করছেন গবেষকরা।
রবিবার (২৬ ডিসেম্বর) ব্রিটিশ পরামর্শক সংস্থা সেন্টার ফর ইকোনোমিকস এন্ড বিজনেস রিসার্চ (সিইবিআর) পরিসংখ্যান থেকে এসব তথ্য বেরিয়ে আসে।
গত বছরের ওয়ার্ল্ড ইকোনমিক লিগের প্রতিবেদনে ২০২৮ সালের মধ্যে চীন যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে ছাড়িয়ে যাবে এমন পূর্বাভাস দেওয়া হয়েছিল। তবে সিইবিআর জানায়, বিশ্ব অর্থনীতির নেতৃত্ব দিতে চীনের ২০৩০ সাল পর্যন্ত সময় লাগতে পারে।
আগামী বছর ভারতের অর্থনৈতিক কর্মকাণ্ড ফ্রান্সকে ছাড়িয়ে যাবে এমনটাই আশা করছে সিইবিআর। আর ২০২৩ সালে যুক্তরাজ্য বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে তার আগের অবস্থান পুনরুদ্ধার করবে বলেও ধারণা করছেন গবেষকরা।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ২০৩৩ সালে জার্মানির অর্থনীতি জাপানকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর ২০৩৬ সালের মধ্যে রাশিয়া শীর্ষ ১০ শক্তিশালী অর্থনীতির দেশের তালিকায় প্রবেশ করবে। ২০৩৪ সালের মধ্যে এই তালিকায় নবম স্থান অর্জনের পথে রয়েছে ইন্দোনেশিয়া।