• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

১৪ বছর আটকে রেখে কিশোরীকে ধর্মপ্রচারকের নির্যাতন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২২, ০৭:৫৮ পিএম
১৪ বছর আটকে রেখে কিশোরীকে ধর্মপ্রচারকের নির্যাতন

জার্মানিতে কিশোরীকে যৌন নির্যাতনের দায়ে এক স্বঘোষিত ধর্মগুরুকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ‘অর্ডার অব ট্রান্সফর্ম্যান্টস’ নামের নতুন এক ধর্মের প্রচার করছিলেন তিনি।

এএফপি জানায়, ৫৯ বছর বয়সী ধর্মগুরু রবার্ট বির বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০০৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত এক নারীকে আটকে রেখে তাকে ধর্ষণ করেন। নেদারল্যান্ডস সীমান্তবর্তী ক্লেভ শহরের আদালত যৌন নিপীড়নের দায়ে রবার্টকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়।

২০২০ সালে নেদারল্যান্ডসের সীমান্তবর্তী আরেক শহর গখ থেকে তাকে আটক করে পুলিশ। সেখানকার উপাসনালয় থেকে উদ্ধার করা হয় নিপীড়নের শিকার নারীকে।

নতুন ধর্মটির ৫৪ জন অনুসারীর মধ্যে ১০ জন শিশু। জানা গেছে, ‘অর্ডার অব ট্রান্সফর্ম্যান্টস’ ধর্মের সব অনুসারীর কাছে নিজেকে ‘নবী’ বলে দাবি করতেন রবার্ট।

যদিও যৌন নিপীড়নের অভিযোগ অস্বীকার করেছেন তিনি। তার দাবি, ভুক্তভোগী নারী ঈশ্বরের দর্শন পেয়েছিলেন। সেকারণেই তিনি স্বেচ্ছায় নিজেকে সমর্পণ করেছিলেন। রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানান রবার্টের আইনজীবী।

Link copied!