• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

১০ দিনের মধ্যে কাজাখস্তান ছাড়বে রুশ সেনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২২, ০৭:৪৪ পিএম
১০ দিনের মধ্যে কাজাখস্তান ছাড়বে রুশ সেনা

বিক্ষোভ দমনে রাশিয়ার কাছে সামরিক সহায়তা পাওয়ার পর এবার বিদেশী সেনাদের ফেরত পাঠাচ্ছেন কাজাখস্তানের প্রেসিডেন্ট। ১০ দিনের মধ্যে রুশ সেনা প্রত্যাহার হবে বলে ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ।

গত সপ্তাহে কাজাখস্তানের বিক্ষোভকে সরকার উৎখাতের প্রচেষ্টা বলে উল্লেখ করে রাশিয়ার সহায়তা কামনা করেন তোকায়েভ। তার আহ্বানে সাড়া দিয়েই সিএসটিও শান্তিরক্ষী বাহিনী পাঠান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বিবিসি জানায়, কাজাখস্তানে বিক্ষোভ দমনে সাহায্য করার পর রাশিয়ার সেনারা বৃহস্পতিবার থেকে কাজাখস্তান ছাড়তে শুরু করবে।

এদিকে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, তেল-সমৃদ্ধ দেশটির প্রশাসনের একেবারে শীর্ষে পর্যায়ে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব চলছে এখনও। যার কেন্দ্রে আছে সাবেক প্রেসিডেন্ট নুরসুলতান নজরবায়েভের নিয়োগ করা লোকজন ও প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ।

অন্যদিকে কাজাখস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চলমান বিক্ষোভে এ পর্যন্ত প্রায় ১০ হাজার লোককে গ্রেপ্তার করা হয়েছে। সরকারবিরোধী আন্দোলনের মধ্যে চলমান সহিংসতায় গত এক সপ্তাহে ১৬৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এতে অন্তত তিন শিশু নিহত হয়েছে বলে জানা গেছে।

Link copied!