এক সপ্তাহের ব্যবধানে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ৯৬ বছর বয়সী মাহাথির মোহাম্মদ। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে পরিবার।
আল-জাজিরা জানায়, কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন মাহাথির। এ নিয়ে গত এক মাসে তৃতীয়বারের মতো হার্টের চিকিৎসা নিচ্ছেন তিনি।
শনিবার তাঁর হাসপাতালে ভর্তির খবর পেয়ে হাসপাতালে ভিড় করেন ভক্তরা। বর্তমান প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকবও তাকে দেখতে যান।
একটি বিবৃতিতে তার মেয়ে জানান, দুই সপ্তাহ আগে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধায়নে আছেন। এই মুহূর্তে তারই ফলো-আপ চলছে।
মাহাথির চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন বলেও উল্লেখ করেন তাঁর মেয়ে। এছাড়াও সম্পূর্ণভাবে আরোগ্য লাভের জন্য দবার কাছে দোয়া প্রার্থনা করে তার পরিবার।
২০১৮ সালে বিশ্বের সবচেয়ে প্রবীণ সরকারপ্রধান হিসেবে দ্বিতীয়বারের মতো ক্ষমতাগ্রহণ করেন মাহাথির মোহাম্মদ। এরপর ২০২০ সালে স্বেচ্ছায় পদ থেকে সরে দাঁড়ান তিনি।
তাঁর স্থলাভিষিক্ত হন ইসমাইল সাবরি ইয়াকব। এর আগে ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মাহাথির।