নতুন বছরের শুরুতেই অন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। মঙ্গলবার (৪ জানুয়ারি) বিবিসি জানায়, রোববার ছুটির দিনে হুট করেই অসুস্থ হয়ে পড়েন তিনি।
হাসপাতালের বিছানা থেকে টুইটারে একটি ছবিও পোস্ট করেছেন প্রেসিডেন্ট। বলসোনারোর ব্যক্তিগত চিকিৎসক অ্যান্টোনিও লুইজ মাসেদো জানান, প্রেসিডেন্টের অস্ত্রোপচারের প্রয়োজন আছে কি না, তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছেন চিকিৎসকরা। সোমবার তার অবস্থার উন্নতি হয়েছে বলেও জানিয়েছেন তারা।
সম্প্রতি সান্তা ক্যাটারিনা রাজ্য নতুন বছর উদযাপন করছিলেন তিনি। রোববার টুইট বার্তায় ৬৬ বছর প্রেসিডেন্ট বলেন, দুপুরের খাবারের পরে কিছুটা অসুস্থ বোধ করতে শুরু করেন তিনি।
এরপর তাকে সান্তা ক্যাটারিনা থেকে জরুরি ফ্লাইটে সাও পাওলোর ভিলা নোভা স্টার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। টেলিভিশনের ছবিতে দেখা যায়, সোমবার ভোররাতে হাসপাতালে অবতরণের পর বিমানের সিঁড়ি দিয়ে হেঁটে নামছেন প্রেসিডেন্ট।
২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় পেটে ছুরিকাঘাতে আক্রান্ত হওয়ার পর বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছেন বলসোনারো। গত বছরও একই হাসপাতালে প্রেসিডেন্টকে চিকিৎসা দেওয়া হয়।