• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

হামলার মাঝেও উন্মুক্ত ন্যাটোর আকাশপথ, ক্ষুব্ধ জেলেনস্কি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৫, ২০২২, ০৪:২০ পিএম
হামলার মাঝেও উন্মুক্ত ন্যাটোর আকাশপথ, ক্ষুব্ধ জেলেনস্কি

রুশ সামরিক হামলায় দিশেহারা ইউক্রেন উন্মুখ হয়ে আছে ইউরোপীয় ও পশ্চিমা জোটের সহায়তার আশায়। তবে এরই মধ্যে দুঃসংবাদ দিল সামরিক জোট ন্যাটো।

রাশিয়ার অনবরত বিমান হামলা ঠেকাতে ন্যাটোভুক্ত দেশগুলোর আকাশসীমা বন্ধ করে নো-ফ্লাই জোন ঘোষণার আহ্বান জানিয়েছিল ইউক্রেন। তবে সেই পদক্ষেপ বাস্তবায়নে অস্বীকৃতি জানিয়েছে সংস্থাটি।

ন্যাটোর এমন অবস্থানে ক্ষুব্ধ হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক বক্তৃতায় ন্যাটো নেতাদের বিরুদ্ধেও ক্ষোভ ঝাড়েন তিনি। কিইভ থেকে দেওয়া ভাষণে তিনি বলেন, পশ্চিমাদের এমন অনীহা রাশিয়াকে ইউক্রেনের শহর ও গ্রামে বোমাবর্ষণ চালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে।

ন্যাটোর যুক্তি, নো-ফ্লাই জোন ঘোষণা হলে মস্কোর সঙ্গে তাদের সংঘর্ষ হতে পারে। যদিও জেলেনস্কি দাবি করছেন, ন্যাটোর সরাসরি পদক্ষেপ তাদের বিরুদ্ধে রাশিয়াকে উস্কে দিতে পারে – এমন কথা তিনি বিশ্বাস করেন না।

এছাড়াও তিনি মন্তব্য করেন, যারা দুর্বল ও কম আত্মবিশ্বাসী তারাই ন্যাটোর মত যুক্তি দেখায়। পশ্চিমা দেশগুলো সবার স্বাধীনতার সংগ্রামকে সমর্থন করে বলেও মনে করছেন না তিনি।

ন্যাটোর বিরুদ্ধে জেলেনস্কি আরও বলেন, “এখন থেকে রাশিয়ার হামলায় যারা মারা যাবে তার দায় আপনাদেরও। আপনাদের দুর্বলতার কারণে, আপনার অনৈক্যের কারণে এসব ঘটছে।”

Link copied!