• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

হাইতিতে জ্বালানিবাহী ট্যাংকার বিস্ফোরণ, নিহত ৫৯


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২১, ১০:০১ এএম
হাইতিতে জ্বালানিবাহী ট্যাংকার বিস্ফোরণ, নিহত ৫৯
ছবি: সংগৃহীত

হাইতির ক্যাপ-হাইতিয়ান শহরে জ্বালানিবাহী একটি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ৫৯ জন নিহত হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন স্থানীয় চিকিৎসকরা। 

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দেশটির উত্তরে ক্যাপ-হাইতিয়ান শহরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর বিবিসির

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, হাইতির সরকারি কর্মকর্তারা আশঙ্কা করছেন, বিস্ফোরণে নিহতের সংখ্যা ৫০ ছাড়িয়ে গেছে। এদিকে দুর্ঘটনার পর স্থানীয় হাসপাতালগুলো আহত মানুষে ভরে গেছে।

এ ঘটনায় দেশটিতে তিন দিনের শোক ঘোষণা করে প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি বলেন, “দুর্ঘটনার পর পুরো ক্যারিবিয়ান জাতি শোকাহত।”

এছাড়া ডেপুটি মেয়র প্যাট্রিক আলমোনোরের বরাত দিয়ে বিবিসি জানায়, “একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাংকারটি উল্টে যায়। এরপর ট্যাংকারের জ্বালানি সংগ্রহ করতে সড়কে চলে আসেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। এ সময় ট্যাংকার বিস্ফোরণে আগুন চারদিকে ছড়িয়ে যায়। এতে অনেকে হতাহত হন।

মেয়র প্যাট্রিক আলমোনোর আরও জানায়, “এ সময় বিস্ফোরণে ওই এলাকার প্রায় ২০টি বাড়ি পুড়ে গেছে। তবে এসব বাড়ির কত মানুষ হতাহত হয়েছেন সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানতে পারেননি।”

অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে দুর্ঘটনাস্থলে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে। 

জাস্টিনিয়ান ইউনিভার্সিটি হাসপাতালের একজন নার্স বার্তা সংস্থা এএফপিকে জানান, গুরুতর দগ্ধ হওয়া মানুষের চিকিৎসা করার ক্ষমতা আমাদের নেই। আমি ভয় পাচ্ছি, আমরা তাদের সবাইকে বাঁচাতে পারবো না।

সম্প্রতি হাইতিতে বর্তমানে তীব্র জ্বালানি সংকট শুরু হয়েছে। এছাড়া দেশটি বড় অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।

Link copied!