• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

হা হা রিঅ্যাক্টের জেরে মারধর, গুরুতর আহত যুবক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২১, ০৮:২০ পিএম
হা হা রিঅ্যাক্টের জেরে মারধর, গুরুতর আহত যুবক

প্রযুক্তির উৎকর্ষতায় সামাজিক মাধ্যম যেন এখন সামাজ জীবনের অবিচ্ছেদ্য অংশ। তাই সামাজিক অবস্থানের মত নিজের ফেসবুক, ইন্সটাগ্রাম আর টুইটারের পোস্টও সবার কাছে গুরুত্বপূর্ণ।

সেকারণেই সামাজিক মাধ্যমের পোস্ট নিয়েও মনোমালিন্য আর বিবাদ হচ্ছে সবখানেই। তেমনি ভারতে প্রতিবেশীর ছবিতে বিরূপ মন্তব্য ও হা হা রিঅ্যাক্ট দেওয়ায় হামলার শিকার হয়েছেন এক যুবক।

হিন্দুস্তান টাইমস জানায়, রবিবার রাতে উত্তর ২৪ পরগনার কামারহাটিতে ঘটে এই ঘটনা। ফেসবুকেই ভাইরাল হয়েছে এই ঘটনার ভিডিও। বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ব্যক্তি।

ভুক্তভোগী ওমপ্রকাশ ঠাকুর জানান, গত ৯ ডিসেম্বর প্রতিবেশী জয়ন্ত সিংয়ের ছবিতে হা হা রিঅ্যাক্ট করেছিলেন তিনি। তার কমেন্টও পছন্দ হয়নি জয়ন্তের।

এর জেরে রবিবার সন্ধ্যায় আড়িয়াদহ পাঠবাড়ি লেনে তার ওপর হামলা চালায় জয়ন্ত ও তার দলবল। যাওয়ার সময় বটি ও বন্দুকের বাট দিয়েও তাকে আঘাত করা হয় বলে অভিযোগ করেন ওমপ্রকাশ।

সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। চিকিৎসরা জানিয়েছেন তাঁর ডান চোখের অবস্থা গুরুতর।

এ ঘটনার পর রাতেই বেলঘরিয়া থানায় সাইবার ক্রাইমের অভিযোগ দায়ের করেন ওমপ্রকাশ। তবে অভিযুক্তরা এখনও পলাতক রয়েছে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!