খাবার স্যালাইন থেকে শুরু করে স্বাস্থ্যসেবার জন্য নানান উদ্ভাবনের কারণে বিশ্বজুড়ে পরিচিত বাংলাদেশের আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি)। এবার প্রতিষ্ঠানটির অর্জনের খাতায় আরও একটি স্বীকৃতি যুক্ত করলেন বাংলাদেশি বিজ্ঞানী ফারহানা সুলতানা।
পাটের সেলুলোজ থেকে স্যানিটারি প্যাড তৈরির প্রযুক্তি উদ্ভাবনের জন্য আন্তর্জাতিক পুরষ্কার পেয়েছেন ফারহানা। আইসিডিআরবিতে সহকারী বিজ্ঞানী পদে কর্মরত আছেন তিনি।
মেয়েদের টেকসই মাসিক স্বাস্থ্যের উন্নয়নের জন্য ভূমিকা রাখায় ইনোভেশন পিচ প্রতিযোগিতার ৪র্থ আসরে সেরা পুরষ্কার জিতেছেন ফারহানা। এবারের প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ছিল – মহামারি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিশ্ব সম্প্রদায়ের প্রস্তুতি।
এর স্বীকৃতিস্বরূপ প্রতিযোগিতার আয়োজক আমেরিকান সোসাইটি ফর ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিন (এএসটিএমএইচ) ফারহানা সুলতানাকে পাঁচ হাজার মার্কিন ডলার সম্মানানা প্রদান করে। একইসঙ্গে ২০২০ সালে অনুষ্ঠিত হতে যাওয়া প্রতিযোগিতার ৫ম আসরের বিচারক হিসেবেও মনোনীত হয়েছেন তিনি।
বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের বিজ্ঞান বিষয়ক উপদেষ্টা ড. মোবারক আহমেদ খানের সমন্বয়ে পরীক্ষামূলকভাবে তৈরি করেন পাটের সেলুলোজ থেকে সহজে পচনযোগ্য পরিবেশবান্ধব এই স্যানিটারি প্যাড তৈরি করেন সুলতানা।
মঙ্গলবার (২৩ নভেম্বর) এক বিবৃতিতে আইসিডিডিআরবি জানায়, বাংলাদেশের নারী ও মেয়েদের স্বাস্থ্যসম্মত জীবনযাপন ও মাসিক স্বাস্থ্যের জন্য বিকল্প সমাধান হিসেবে একে দেখা হচ্ছে। বর্তমানে বাংলাদেশে পাট থেকে প্যাড তৈরির যন্ত্র নেই। যা এই এর বাজারজাতকরণের জন্য একটি বড় বাধা বলেও উল্লেখ করেছে সংস্থাটি।
তবে পুরস্কারের প্রাপ্ত অর্থ দিয়ে এর পরীক্ষামূলক উৎপাদনের প্রকল্প পরিচালনা করতে চান সুলতানা। বাণিজ্যিকভাবে পাটের তৈরি স্যানিটারি প্যাড উৎপাদনের আগে এর কার্যকারিতা ও বর্জ্য ব্যবস্থাপনার বিশ্লেষণের পাশাপাশি গঠনগত দিকও মূল্যায়ন করছেন তিনি।