অস্ট্রেলিয়ায় শিশুদের খেলার জন্য রাখা জাম্পিং বেডে লাফাতে গিয়ে ছিটকে পড়ে হতাহত হয়েছে বেশ কয়েকজন শিশু। পুলিশ জানায়, শিশুরা প্রায় ৩২ ফুট উঁচু থেকে নিচে পড়ে যায়। এতে দুইজন ছেলে ও দুইজন মেয়ে শিশু মারা যায়।
এ ঘটনায় আহত হয়েছে আরও পাঁচ শিশু। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) তাসমানিয়ার ডেভনপোর্টে একটি প্রাইমারি স্কুলের শেষ কার্যদিবসের দিন মাঠে খেলছিল শিশুরা। এসময় দমকা হাওয়ার রাইড থেকে দূরে ছিটকে পড়ে তারা।
কর্তৃপক্ষ জানায় শিশুদের সবাই পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিল। তাদের বয়স ১০ থেকে ১২ বছর।
তাসমানিয়ার পুলিশ কমিশনার ড্যারেন হাইন বলেন, “দমকা হাওয়া জাম্পিং ক্যাসেল থেকে শিশুদের উড়িয়ে নিয়ে গেছে বলে জানা গেছে। শিশুদের পরিবার, প্রিয়জন, সহপাঠী ও শিক্ষকসহ আমাদের সবার জন্যে আজ এক বেদনাদায়ক দিন।”
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এ দুর্ঘটনাকে “হৃদয়বিদারক” বলে শোক প্রকাশ করেন। তিনি বলেন, “স্কুলের শেষ ক্লাসের দিনে ছোট বাচ্চারা এমন এক ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হল। বছরের শেষ সময়ে এমন সংবাদ সত্যিই মন ভেঙে দেয়।”
স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০টায় হিলক্রেস্ট প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিক চিকিৎসার পর হেলিকপ্টারে করে শিশুদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।