• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরবে তাবলিগ জামাত নিষিদ্ধ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২১, ০৩:০১ পিএম
সৌদি আরবে তাবলিগ জামাত নিষিদ্ধ

দক্ষিণ এশিয়ার সুন্নি মতাদর্শী ধর্মভিত্তিক সংগঠন তাবলিগ জামাতকে নিষিদ্ধ ঘোষণা করেছে সৌদি আরব। সম্প্রতি দেশটির ধর্ম মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য উল্লেখ করা হয়েছে।

এতে তবলিগকে ‘সমাজের জন্য বিপদজনক’ ও ‘সন্ত্রাসবাদের অন্যতম উৎস’ হিসেবে অভিহিত করে সৌদি আরবের মনিস্ট্রি অব ইসলামিক অ্যাফেয়ার্স। এছাড়াও ধর্মমন্ত্রীর বরাতে এক টুইটে স্থানীয় মসজিদগুলোকে তবলিগ জামাতের ব্যাপারে জনগণকে সতর্ক করতে নির্দেশ দেওয়া হয়।

মসজিদে জুমার নমাজের বয়ানে তাবলিগ ও দাওয়াহ গ্রুপের সংঘটিত অপরাধ সম্পর্কে আলোচনা করতেও নির্দেশনা দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক সুন্নি ইসলামিক মিশনারি আন্দোলন বিশ্বজুড়ে তাবলিগ জামাত নামে পরিচত। এই সংগঠনের সদস্যরা মুসলিমদেরকে সুন্নি ইসলামের বিশুদ্ধ রূপ অনুসরণ করার উপদেশ দেয়।

এছাড়াও ১৯২৬ সালে গঠিত দাওয়া নামে আরও একটি সংগঠন রয়েছে সৌদি আরবের নিষেধাজ্ঞার আওতায়। তবলিগ জামাত ও দাওয়া দুটি সংগঠনই সুন্নি মতাদর্শের অনুসারী। আর সৌদি আরবের অধিকাংশ মানুষই আহলে হাদিস মতাদর্শের অনুসারী। দুপক্ষই ধর্মীয় অনুশাসন সংস্কারে কাজ করলেও বিভিন্ন বিষয়ে তাদের মতভেদ রয়েছে।

Link copied!