সৌদি আরবে বিভিন্ন অভিযোগে শনিবার (১২ জানুয়ারি) ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ-র বরাতে এই তথ্য জানিয়েছে বিবিসি।
গত এক বছরের দেশটিতে কার্যকর হওয়া মোট মৃত্যুদণ্ডের তুলনায়ও এই সংখ্যা বেশি। সাজাপ্রাপ্তদের মধ্যে ইয়েমেন ও সিরিয়ার নাগরিকও রয়েছে।
এদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ থেকে বিপথগামীতাসহ নানা ধরণের ‘জঘন্য অপরাধের’ অভিযোগ ছিল বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট, আল কায়েদা ও হুতি বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরাও ছিলেন।
মোট ১৩ জন বিচারক দোষীদের বিচার করেছেন। তারা তিন ধাপের বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে রায় ঘোষণা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্থাপনা ও নিরাপত্তাবাহিনীর সদস্যদের ওপর হামলা, হত্যা, অপহরণ, ধর্ষণ এবং চোরাচালানের মাধ্যমে সৌদি আরবে অস্ত্র আমদানির মত অভিযোগ ছিল।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্যমতে, বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা দেশগুলোর মধ্যে সৌদি আরব অন্যতম। এই তালিকায় আরও আছে চীন, ইরান, মিশর এবং ইরাক।
সৌদি আরবে জনসম্মুখেও মৃত্যুদণ্ড কার্যকর করার প্রচলন রয়েছে। গত বছর দেশটিতে ৬৯ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। মানবাধিকার গোষ্ঠীগুলোর অভিযোগ, সৌদি আরবে অনেকে ন্যায় বিচারের অধিকার পান না।