গত বছরের এই দিনেই নির্বাচিত সরকারের প্রধান অং সান সু চিসহ সব নেতাদের আটক করে ক্ষমতা দখলে নেয় মিয়ানমার সেনাবাহিনী।
এরপর জাতিসংঘ ছাড়াও বিভিন্ন দেশ নিষেধাজ্ঞা আর চাপের মুখে রাখলেও ক্ষমতা হস্তান্তর করেনি জান্তা।
সোমবার সেনা অভ্যুত্থানের এক বছর পার করল মিয়ানমার। এক বছর পর ফের নতুন নিষেধাজ্ঞায় পড়েছে দেশটি।
মিয়ানমারের সেনাবাহিনীর অ্যাটর্নি জেনারেল থিডা উ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টুন টুন উ, অ্যান্টি কোরাপশন কমিশন চেয়ারম্যান টিন উ-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ক্যানাডা যৌথভাবে এই নিষেধাজ্ঞা জারি করে।
একই দিন নতুন অভিযোগ আনা হয়েছে ক্ষমতাচ্যুত স্টেট কাউন্সেলর সুচির বিরুদ্ধে। অবৈধভাবে ওয়াকিটকি কেনার মামলার পর এবার তার বিরুদ্ধে নির্বাচনে কারচুপি ও তথ্য পাচারের অভিযোগ আনা হয়েছে।
৭৫ বছর বয়সী এই নেত্রীর বিরুদ্ধে আনা এসব অভিযোগ প্রমাণিত হলে তার ১০০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।