• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

সুনামির মতো ভয়ঙ্কর হবে ডেলটা-ওমিক্রনের প্রকোপ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২১, ০১:২০ পিএম
সুনামির মতো ভয়ঙ্কর হবে ডেলটা-ওমিক্রনের প্রকোপ

করোনার ডেলটা ধরনের তাণ্ডব শেষ হতেই নতুন আশঙ্কা নিয়ে হাজির ওমিক্রন। এরই মধ্যে মহামারির নতুন রূপ দেখতে শুরু করেছে ইউরোপসহ বেশ কিছু অঞ্চল। ভারত, চীন আর অস্ট্রেলিয়া বেড়েছে ওমিক্রনের সংক্রমণ।

এমন পরিস্থিতিতে দুই ধরণের করোনার প্রকোপ আগামীতে বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থাকে ঝুঁকিতে ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর প্রকোপ সুনামির মত ভয়ঙ্কর হতে পারে বলে মনে করছেন ডব্লিউএইচও প্রধান টেড্রস অ্যাডানম গেব্রেয়েসুস।

বিশ্ববাসীকে সতর্কবার্তা দিয়ে তিনি বলছেন, “ওমিক্রনের সংক্রমণ হার এত বেশি যে এটা যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। যে হারে সংক্রমণ বাড়ছে তাতে সুনামির মতো করোনার ঢেউ আছড়ে পড়তে পারে।”

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, দুই ধরণের প্রকোপের কারণে হাসপাতাল ও স্বাস্থ্যকর্মীদের ওপর বাড়তি রোগীর চাপ যেমন বাড়বে তেমনি অনেক দেশে স্বাস্থ্যব্যবস্থাও ভেঙে পড়তে পারে।

ডব্লিউএইচও প্রধান আরও জানান, শুধুমাত্র করোনার সংক্রমণ বাড়ার কারণে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়বে এমনটা নয়। ওমিক্রনের প্রকোপে বিপুল সংখ্যক স্বস্থ্যকর্মী আক্রান্ত হচ্ছেন, যাদের উপর স্বাস্থ্যব্যবস্থা নির্ভরশীল। স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িতরা অসুস্থ হয়ে পড়লে গোটা স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ারই আশঙ্কা বেশি।

 

Link copied!