সীমান্তে সেনা মোতায়েন নিয়ে ইউক্রেনের সঙ্গে বিরোধের মাঝেই সামরিক মহড়ার সূচি ঘোষণা করল রাশিয়া। বেলারুশের সঙ্গে ১০ দিনের যৌথ সামরিক মহড়া শুরু হবে শীঘ্রই।
এদিকে পশ্চিমা সামরিক জোট ন্যাটো বলছে, এই যৌথ মহড়ার মাধ্যমে বেলারুশে রেকর্ড সংখ্যক সেনা ও যুদ্ধাস্ত্র মোতায়েন করতে যাচ্ছে রাশিয়া। এ নিয়ে উদ্বেগও জানিয়েছে পশ্চিমা দেশগুলো।
এই মহড়াকে ইউক্রেনে উত্তেজনা সৃষ্টির ‘বাড়তি’ পদক্ষেপ বলে অভিহিত করেছে হোয়াইট হাউজ। বৃহস্পতিবার থেকে ইউরোপে এই সংকট সমাধানের লক্ষ্যে কূটনৈতিক আলোচনার শুরুর আশা করা হচ্ছে।
সীমান্তে এক লাখেরও বেশি সেনা মোতায়েন সত্ত্বেও ইউক্রেন আক্রমণের পরিকল্পনা বারবার অস্বীকার করেছে রাশিয়া। তবে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি পশ্চিমা দেশ সতর্ক করছে, যেকোনো সময় ইউক্রেনে রুশ হামলা হতে পারে।
বেলারুশে ১০ দিনের মহড়া শুরু হচ্ছে বৃহস্পতিবার। মহড়ার জন্য জানুয়ারির থেকেই সেনা ও সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে মস্কো।
প্রস্তুত আছে ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান। মোট ৩০ হাজার রুশ সেনা এ মহড়ায় অংশ নেবে।