• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

সন্তান হত্যার প্রতিশোধে ২৫০ কুকুর ছানা হত্যা করল বানররা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২১, ০৮:০৮ পিএম
সন্তান হত্যার প্রতিশোধে ২৫০ কুকুর ছানা হত্যা করল বানররা

প্রতিশোধপরায়ন প্রাণী হিসেবে সাপকে নিয়ে প্রচলিত আছে নানা কুসংস্কার। যদিও অনেকেই মনে করেন প্রাণীরা হিংস্র হলেও উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কখনো হামলা করে না। তবে ভারতের বানরেরা সেই তথ্যকে ভুল প্রমাণিত করে ছেড়েছে।

মহারাষ্ট্রের বিদ জেলায় বানরদের কাণ্ড দেখে আতঙ্কিত এলাকাবাসী। এক শিশু শাবককে হত্যা করায় ২৫০ কুকুরের ছানাকে হত্যা করেছে বানরের দল। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ এর প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।

খবরে বলা হয়, কয়েক মাস আগে একটি বানরের ছানাকে একা পেয়ে হত্যা করে এলাকার কুকুরগুলো। এরপর প্রতিশোধ নিতে কুকুর হত্যা করতে শুরু করে বানরের দল।

স্থানীয়রা জানান, এখন পর্যন্ত প্রায় ২৫০ কুকুর ছানা উঁচু জায়গা থেকে ফেলে হত্যা করেছে বানরের দল। গত কয়েকমাসে ধরে ঘটছে এই ঘটনা।

প্রতি ক্ষেত্রেই বানরের দল একটি করে কুকুর ছানাকে তুলে নিয়ে যায়। কোলে করে সেটিকে নিয়ে উঁচু জায়গা থেকে মাটিতে আছড়ে ফেলে সেটিকে।

লাভল নামের এক এলাকায় প্রায় সব কুকুরছানাকে এভাবেই মেরে ফেলেছে বানরেরা। বাধ্য হয়ে এলাকাবাসী খবর দিয়েছেন বন বিভাগে। তবে বারবার অভিযান চালিয়ে একটি বানরকেও ধরতে পারেনি তারা।

এলাকাবাসী কুকুর ছানাদের বাঁচাতে এগিয়ে এলে তাদেরও পাল্টা আক্রমণ করছে বানরের দল। স্কুল পড়ুয়া শিশুদের আক্রমণ করতে শুরু করেছে তারা। ফলে বানরের উৎপাতে আতঙ্ক বিরাজ করছে এলাকাজুড়ে।

 

Link copied!