• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

লাহোরে শক্তিশালী বোমা বিস্ফোরণে নিহত ৩


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২২, ১১:৫১ এএম
লাহোরে শক্তিশালী বোমা বিস্ফোরণে নিহত ৩

পাকিস্তানের লাহোরে ব্যস্ততম আনারকলি বাজারে শক্তিশালী বোমা বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। বোমা বিস্ফোরণ ঘটনায় শোক জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।  

বিবিসি জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরের দিকে শক্তিশালী বোমাটি বিস্ফোরিত হয়। মুহূর্তেই বিস্ফোরণস্থলে আগুন ধরে যায়। দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন সাধারণ মানুষ। বেশ কয়েকটি দোকানপাট ও যানবাহন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় পুলিশ জানায়, মোটরসাইকেলে রাখা বোমা থেকে এ বিস্ফোরণ হয়েছে। তবে এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কেউ। পাকিস্তানি তালেবানরা টিটিপি এই বিস্ফোরণ ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ দেশটিতে সরকারি বাহিনীকে লক্ষ্য করে বেশ কয়েকবার হামলা চালিয়েছে এই গোষ্ঠী।

পাকিস্তানের নিরাপত্তা বাহিনী জানায়, স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে। সিসিটিভির ফুটেজ দেখে বিস্ফোরণে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হচ্ছে।

 

 

Link copied!