ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরু পর প্রথমবার প্রেসিডেন্ট পর্যায়ে বৈঠক করল দুই বিশ্ব পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীন। এতে ইউক্রেন আগ্রাসনে রাশিয়াকে সমর্থনের ব্যাপারে নিয়ে চীনকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।
ভিডিও কলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে ইউক্রেনের যুদ্ধে বেইজিং মস্কোকে সহায়তা করলে এর ‘অর্থ’ ও ‘পরিণতির’ ব্যাপারে আলোচনা করেছেন। স্থানীয় সময় শুক্রবার ভিডিও কনফারেন্সে আলোচনায় যুক্ত হন দুই নেতা।
নভেম্বরের পর এটিই বাইডেন ও জিন পিংয়ের প্রথম ভার্চুয়াল বৈঠক। যুক্তরাষ্ট্র জানায়, প্রায় দুই ঘণ্টা ধরে আলাপ করেন তারা। হোয়াইট হাউসের বিবৃতির বরাতে এই খবর জানিয়েছে আল-জাজিরা।
আলোচনার পর হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, বৈঠকে বাইডেন ইউক্রেন ও দেশটির বেসামরিক নাগরিকদের ওপর রাশিয়ার নৃশংস হামলার নিন্দা জানিয়েছেন। রাশিয়াকে সহায়তার প্রভাব ও পরিণতি নিয়ে দুজনের আলাপ হলেও এই পরিণতি কী হবে, তা বিস্তারিত জানায়নি হোয়াইট হাউস।
আর শি জিনপিং জো বাইডেনকে বলেছেন, শান্তি ও নিরাপত্তা আন্তর্জাতিক সম্প্রদায়ের সবচেয়ে মূল্যবান সম্পদ। তাই কারও স্বার্থে নয় বরং বিশ্ব শান্তির জন্য ওয়াশিংটনকে সংকট সমাধানে যথাযথ দায়িত্ব পালন করতে হবে।