• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

রাশিয়ার ট্যাংক উৎপাদন বন্ধ, দাবি ইউক্রেনের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২২, ২০২২, ০৭:৫৭ পিএম
রাশিয়ার ট্যাংক উৎপাদন বন্ধ, দাবি ইউক্রেনের

কাঁচামালের অভাবে রাশিয়ার একটি প্ল্যান্টে ট্যাংক উৎপাদন বন্ধ হয়ে গেছে বলে দাবি করছে ইউক্রেন। মঙ্গলবার (২২ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, এই প্ল্যান্টে কাঁচামালের জন্য পশ্চিমাদের ওপর রুশ সামরিক বাহিনী নির্ভশীল। ফলে পশ্চিমা অবরোধে কাঁচামাল আমদানি বন্ধ হয়ে যাওয়ায় ‘বিপদে’ পড়েছে রুশ বাহিনী।

এক বিবৃতিতে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এ দাবি করছে, এই প্ল্যান্ট মধ্য রাশিয়ার চেলিয়াবিনস্কের উরালভাগনজোভোদ এলাকায় অবস্থিত। প্ল্যান্টটি যন্ত্রাংশ ও উপাদানের জন্য পশ্চিমা দেশগুলোর ওপর নির্ভরশীল ছিল।

কিন্তু রাশিয়ার ওপর পশ্চিমাদের অবরোধের কারণে এসব মালামাল আমদানি বন্ধ হয়ে গেছে। ফলে উৎপাদন ও মেরামত বন্ধ করতে বাধ্য হয় উরালভাগনজোভোদ প্ল্যান্ট। যদিও এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি বিবিসি। রাশিয়ার কোনও সংবাদমাধ্যমেও এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। একে প্রতিবেশীর ভূখণ্ডে বিশেষ সামরিক অভিযান হিসেবে উল্লেখ করে আসছে তারা। এরপরই রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। এতে এসব দেশের সঙ্গে রাশিয়ার আমদানি ও রপ্তানি বন্ধ হয়ে গেছে।

Link copied!