• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

‘রাশিয়ার কাছে আত্মসমর্পণ নয়’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১০, ২০২২, ০৯:৫০ পিএম
‘রাশিয়ার কাছে আত্মসমর্পণ নয়’
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা

ইউক্রেনে রাশিয়ান আগ্রাসনের ১৪ দিন পার হলেও যুদ্ধবিরতিতে পৌঁছানোর বিষয়ে ইউক্রেন এবং রাশিয়ার কোনও অগ্রগতি হয়নি। তুরস্কে যুদ্ধবিরতি নিয়ে দুই পক্ষ আলোচনায় বসলেও দৃশ্যমান কোন অগ্রগতি হয়নি।

বৃহস্পতিবার (১০ মার্চ) রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে এক বৈঠকের পর এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা।

তুরস্কের আনতালিয়ায় বৈঠকের পর ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা বলেন, “আমরা যুদ্ধবিরতির বিষয়েও কথা বলেছি, ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি। কিন্তু এতে কোনো অগ্রগতি মেলেনি।”

ক্রেমলিনের কথা উল্লেখ করে কুলেবা আরও বলেন, “মনে হচ্ছে রাশিয়ায় এই বিষয়টির জন্য অন্য সিদ্ধান্তগ্রহণকারী আছে। তার দেশ ছাড় দেবে না। আমি আবারও বলতে চাই, ইউক্রেন আত্মসমর্পণ করেনি। আত্মসমর্পণ করছে না এবং আত্মসমর্পণ করবে না।”

আনতালিয়ার এই বৈঠককে ‘কঠিন’ হিসাবে বর্ণনা করেছেন কুলেবা। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের বিরুদ্ধে ইউক্রেন সম্পর্কে ‘প্রথাগত আখ্যান’ আলোচনার টেবিলে আনার অভিযোগ করেছেন তিনি।

Link copied!